গত ২৪ ঘন্টায় বাংলায় সুস্থতার হার ৯৮.৯৩ শতাংশ, করোনা আক্রান্ত ৫৫ জন

এই মুহূর্তে কোনও কোভিডবিধি জারি নেই রাজ্যে।

April 30, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

তীব্র গরমে মাঝে কোথাও কোথাও স্বস্তির বৃষ্টি। তবে এর মাঝে অস্বস্তি বাড়ল রাজ্যের ঊর্ধ্বমুখী কোভিড (COVID-19) গ্রাফে। রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান বলছে, শুক্রবারের তুলনায় শনিবারও বেড়়েছে সংক্রমণ। তবে এদিনও মৃত্যুহীন বাংলা (West Bengal)। বাড়ছে অ্যাকটিভ কেসও। এই মুহূর্তে তা ৩৬০-এর বেশি। জুনে চতুর্থ ঢেউ আছড়ে পড়ার আগে বঙ্গের এই করোনা চিত্রে চিন্তা বাড়ছে আমজনতার।

চলতি মাসের প্রায় গোড়া থেকেই বাংলা করোনায় মৃত্যুহীন। গত ২৪ ঘণ্টাতেও তার ব্যতিক্রম হল না। রাজ্যে করোনায় কেউ প্রাণ হারাননি। তবে এখনও পর্যন্ত এ রাজ্যে মারণ ভাইরাসের বলি মোট ২১ হাজার ২০১ জন। রাজ্যের মৃত্যুর হার বর্তমানে ১.০৫ শতাংশ।

এই মুহূর্তে কোনও কোভিডবিধি জারি নেই রাজ্যে। তবে মাস্ক ব্যবহার এখনও জারি রয়েছে। দিল্লি, মহারাষ্ট্র ও দক্ষিণ ভারতের একাধিক রাজ্যের ঊর্ধ্বমুখী কোভিড গ্রাফ চিন্তায় রাখছে। গোটা দেশের মতো রাজ্যেও টিকাকরণ চলছে জোরকদমে। একদিনে ৩ লক্ষ ১১ হাজারের বেশি ডোজ দেওয়া হয়েছে। প্রিকশন ডোজের সংখ্যা ২৫ লক্ষ ১০ হাজারের বেশি। সবমিলিয়ে বাংলার করোনা পরিস্থিতি আয়ত্তের মধ্যে রয়েছে বলেই মনে করছেন বিশেষজ্ঞ মহলের একটা বড় অংশ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen