৩৯ তম উত্তরবঙ্গ বইমেলার উদ্বোধন করলেন গায়ক ও চলচ্চিত্র নির্মাতা অঞ্জন দত্ত
শনিবার ৩৯ তম উত্তরবঙ্গ বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন হলো।
December 5, 2021
|
< 1 min read
Published by: Drishti Bhongi

শনিবার ৩৯ তম উত্তরবঙ্গ বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন হলো। এদিন সন্ধ্যায় কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম মেলা প্রাঙ্গণে এই মেলার উদ্বোধন করেন বিশিষ্ট গায়ক ও চলচ্চিত্র নির্মাতা অঞ্জন দত্ত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান গৌতম দেব, এসজেডিএ’র চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী, দার্জিলিংয়ের জেলাশাসক এস পন্নমবালম।
এদিকে আগামীবার ৪০ তম বর্ষে উত্তরবঙ্গ বইমেলাকে ব্যাপক আকারে করার প্রস্তুতি এখন থেকেই নেওয়ার আবেদন জানান গৌতম দেব। তিনি বলেন, শহরের তিনটি জায়গায় বড় আকারে এই মেলা করতে হবে। আর তার সলতে পাকানোর কাজটা শুরু করতে হবে এবছরের মেলার শেষের দিন থেকেই।