বাংলায় গত ২৪ ঘণ্টায় করোনা জয়ীর সংখ্যা ৮৭৯ জন

দৈনিক সংক্রমণের হার ২.২৪ শতাংশ।

November 3, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

কালীপুজোর আগের দিন রাজ্যে ১,০০০-এর পথে করোনার দৈনিক সংক্রমণ। মঙ্গলবার রাজ্যে দৈনিক সংক্রমণের সংখ্যা ছিল ৯১৯। এমনই জানানো হয়েছে স্বাস্থ্য দফতরের বুধবারের বুলেটিনে। দুর্গাপুজোর পর সংক্রমণ বৃদ্ধির প্রবণতাতেই এই পরিস্থিতি বলে মত বিশেষজ্ঞদের।

এদিন কলকাতায় ২৪৫ জন, উত্তর ২৪ পরগনায় ১৪৭ জন আক্রান্তের খোঁজ মিলেছে। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫.৯৫ লক্ষ। রাজ্যে এদিন মৃত্যু হয়েছে ১৪ জনের। ৪ জন করে মারা গিয়েছেন কলকাতা ও উত্তর ২৪ পরগনায়। রাজ্যে মোট মৃত্যু বেড়ে হয়েছে ১৯,১৭৪।

এদিন সুস্থ হয়েছেন ৮৭৯ জন। অ্যাক্টিভ কেস বেড়েছে ২৬টি। রাজ্যে মোট অ্যাক্টিভ কেস হয়েছে ৮,১৫২। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৫,৬৮, ০৮৮।

রাজ্যে সুস্থতার হার ৯৮.২৯ শতাংশ। দৈনিক সংক্রমণের হার ২.২৪ শতাংশ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen