গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত ৪,০৪৩, পজিটিভিটি রেট ১.৩৭ শতাংশ
অ্যাকটিভ কেসের সংখ্যা ৪৭ হাজার ৩৭৯ জন।
September 20, 2022
|
< 1 min read
Published by: Drishti Bhongi

গত ২৪ ঘণ্টায় দেশে সামান্য কমল করোনা সংক্রমণ। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড আক্রান্ত হয়েছেন ৪ হাজার ০৪৩ জন। পজিটিভিটি রেট কমে ১.৩৭ শতাংশ।
দেশে অ্যাকটিভ কেস গিয়েছে ০.১১ শতাংশে। অ্যাকটিভ কেসের সংখ্যা ৪৭ হাজার ৩৭৯ জন। একদিনে করোনায় মৃত ১৫ জন। দেশে এখনও পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৮ হাজার ৩৭০ জন।
পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৩৯ লক্ষ ৬৭ হাজার ৩৪০ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪ হাজার ৬৭৬ জন। সুস্থতার হার ৯৮.৭১ শতাংশ।