মাথাভাঙায় ভোটার তালিকা থেকে ৪২৫ জনের নাম উধাও, SIR আতঙ্কে পথ অবরোধ

November 4, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:০০:  রাজ্যজুড়ে SIR নিয়ে বাড়ছে আতঙ্ক ও উদ্বেগ। এই আবহে মাথাভাঙার (Mathabhanga) ডাংকোবা এলাকায় প্রতিবাদে সামিল হল স্থানীয়রা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ২০০২ সালের ভোটার তালিকা (Voter List) থেকে হঠাৎ করেই উধাও হয়ে গিয়েছে ৪২৫ জন ভোটারের নাম।

এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আতঙ্কিত বাসিন্দারা ইতিমধ্যেই বিডিও (BDO) অফিসে লিখিত অভিযোগ দায়ের করেছেন। যদিও বিডিও অফিস সূত্রে জানানো হয়েছে, বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে।

ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সকাল পর থেকে মাথাভাঙা-শিলিগুড়ি রাজ্য সড়কের ডাংকোবা এলাকায় পথ অবরোধে সামিল হন স্থানীয় বাসিন্দারা। প্রায় এক ঘণ্টা ধরে চলা এই অবরোধে সম্পূর্ণভাবে স্তব্ধ হয়ে যায় যান চলাচল। পরে মাথাভাঙা থানার পুলিশ (Mathabhanga PS) এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অবরোধ তুলে দেওয়া হয়।

অবরোধকারীদের দাবি, অবিলম্বে সঠিক ও হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করতে হবে। তাঁদের হুঁশিয়ারি, “যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে আরও বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব।”

স্থানীয়দের বক্তব্য, SIR প্রক্রিয়ার নামে প্রকৃত ভোটারদের নাম বাদ পড়ার আশঙ্কা ক্রমেই বাড়ছে। এর ফলে সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা ও ক্ষোভ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen