দেশের ৪৪ শতাংশ সাংসদের বিরুদ্ধে রয়েছে ফৌজদারি মামলা, এগিয়ে বিজেপি

জানা গিয়েছে, বর্তমান সাংসদদের মধ্যে ৫ শতাংশ বিলিয়নিয়র। প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমান সাংসদদের মধ্যে মাত্র ১৫ শতাংশ মহিলা।

March 30, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
দেশের ৪৪ শতাংশ সাংসদের বিরুদ্ধে রয়েছে ফৌজদারি মামলা, এগিয়ে বিজেপি

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দেশের ৪৪ শতাংশ সাংসদের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। যার মধ্যে ২৯ শতাংশ গুরুতর অপরাধ সংক্রান্ত (criminal cases)। খুন, খুনের চেষ্টা, সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টি, অপহরণ ও মহিলা সংক্রান্ত মামলা রয়েছে।

৫১৪ জন সাংসদের পেশ করা হলফনামা বিশ্লেষণ করে অ্যাসোসিয়েশন অব ডেমোক্র্যাটিক রিফর্মস (এডিআর) জানিয়েছে, এঁদের মধ্যে ২২৫ জনের নামে ফৌজদারি মামলা রয়েছে। ন’জন সাংসদের বিরুদ্ধে রয়েছে খুনের মতো গুরুতর অপরাধের অভিযোগ। তাঁদের মধ্যে পাঁচজনই বিজেপি শিবিরের। ২৮ জন সাংসদের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা রয়েছে, যাঁদের মধ্যে বিজেপির (BJP) সাংসদ রয়েছেন ২১ জন। আরও জানা গিয়েছে, বর্তমান সাংসদদের মধ্যে ৫ শতাংশ বিলিয়নিয়র। প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমান সাংসদদের মধ্যে মাত্র ১৫ শতাংশ মহিলা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen