Bihar: কমিশনের চূড়ান্ত ভোটার তালিকায় একই বুথে ‘মৃত’ ৫ জীবিত ভোটার, তড়িঘড়ি SIR-র Side Effect!

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ১৬:৩২: নির্বাচন কমিশনের চূড়ান্ত ভোটার তালিকায় বড়সড় বিভ্রাট। বিহারের ধোরাইয়া ব্লকের বৎসর গ্রামে একই বুথের পাঁচ জন জীবিত ভোটারকে ‘মৃত’ বলে উল্লেখ করা হয়েছে। শুক্রবার বিডিও-র দপ্তরে গিয়ে একযোগে তাঁরা জানিয়ে দেন, “আমরা মরিনি, এখনও বেঁচে আছি, স্যর!”- এই কথা শুনে হতবাক হয়ে যান বিডিও অরবিন্দ কুমার।
ঘটনার সূত্রপাত খসড়া ভোটার তালিকা প্রকাশের পর। দেখা যায়, মোহন শাহ (ক্রমিক সংখ্যা ২), সঞ্জয় যাদব (১৭৫), রামরূপ যাদব (২১১), নরেন্দ্র কুমার দাস (৩৬৪) এবং বিষ্ণর প্রসাদ (৩৮০)- এই পাঁচ জনের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে এবং তাঁদের ‘মৃত’ বলে উল্লেখ করা হয়েছে। তাঁরা সকলেই ২১৬ নম্বর বুথের ভোটার।
বিডিও-র কাছে স্মারকলিপি দিয়ে তাঁরা দাবি করেন, তাঁরা জীবিত এবং ভোটাধিকার প্রয়োগ করতে চান। বিডিও আশ্বস্ত করেন, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে এবং কোনও বৈধ ভোটারকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হবে না। তিনি বুথ লেভেল অফিসারকে নির্দেশ দিয়েছেন, ফর্ম-৬ পূরণ করে তাঁদের নাম পুনর্বহাল করতে।
প্রসঙ্গত, চলতি বছরের ২৪ জুন থেকে বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা (SIR) শুরু হয়। তখন ভোটার সংখ্যা ছিল ৭ কোটি ৮৯ লক্ষ। ঝাড়াই-বাছাইয়ের পর চূড়ান্ত তালিকায় নাম নেমে আসে ৭ কোটি ৪১ লক্ষ ৯২ হাজার ৩৫৭-এ। প্রায় ৪৭ লক্ষ ভোটারের নাম বাদ পড়ে। কমিশনের নিয়ম অনুযায়ী, বিধানসভা নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার ১০ দিন আগে পর্যন্ত ভোটার তালিকায় নাম তোলার আবেদন করা যাবে, তবে তা SIR প্রক্রিয়ার বাইরে হবে।
আগামী ৬ ও ১১ নভেম্বর বিহারে ভোটগ্রহণ এবং ১৪ নভেম্বর ভোটগণনা। এই বিভ্রাটের ঘটনায় ভোটারদের মধ্যে উদ্বেগ বাড়ছে, বিশেষ করে যাঁরা তালিকা থেকে বাদ পড়েছেন অথচ জীবিত ও বৈধ ভোটার। অনেকেই প্রশ্ন তুলছেন, নির্বাচন কমিশনের এই ভুল তড়িঘড়ি SIR-র সাইড এফেক্ট নয় তো?