CFL 2024: ফের বেলাইন রেল, সালাউদ্দিনের হ্যাটট্রিকে ৫-০ গোলে জয় মোহনবাগানের
সোমবার নৈহাটি স্টেডিয়ামে কলকাতা লিগে সবুজ মেরুনের ধাক্কায় ৫-০ গোলে হেরে গেল ইস্টার্ন রেল।
August 5, 2024
|
< 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ফের বেলাইন রেল। সোমবার নৈহাটি স্টেডিয়ামে কলকাতা লিগে সবুজ মেরুনের ধাক্কায় ৫-০ গোলে হেরে গেল ইস্টার্ন রেল।
ম্যাচের প্রথমার্ধে ৩১ মিনিটে ১ গোলে এগিয়ে ছিল বাগান। মোহনবাগানের হয়ে গোল দেন দেন ফারদিন। এরপর দ্বিতীয়ার্ধে তরতড়িয়ে ছুটছে পাল তোলা নৌকা। আক্রমণের তীব্রতা আরও বাড়ায় মোহনবাগান এসজি। ফলে একবার খেউ হারিয়ে ফেললেন রেলের ফুটবলাররা। ম্যাচের ৬৪ মিনিটে মোহনবাগান এসজির হয়ে দ্বিতীয় গোল করেন সালাউদ্দিন। এরপর ৭৯ মিনিটে তৃতীয় গোল দেন রাজ বাসফোর। তারপর ৮২ মিনিটে নিজের দ্বিতীয় গোল এবং দলের হয়ে চতুর্থ গোল দিয়ে হ্যাটট্রিক করেন সালাউদ্দিন। যদিও এই মুহূর্তে গ্রুপ বি-তে পঞ্চম স্থানে রয়েছে সবুজ মেরুন শিবির।