চলতি মাসে ৫২ লক্ষ অতিরিক্ত মানুষ রেশন সামগ্রী নিয়েছেন

মে মাস শেষ হতে এখনও বেশ কিছুদিন বাকি। তার আগেই গত মাসের তুলনায় অতিরিক্ত প্রায় ৫২ লক্ষ মানুষ রেশন সামগ্রী নিয়েছেন। খাদ্যদপ্তরের তরফে জানানো হয়েছে, মে মাসে গত রবিবার পর্যন্ত মোট ৮ কোটি ৯৩ লক্ষ ২৮ হাজার ৮৯৬ জন রেশনের চাল গম সংগ্রহ করেছেন। গত এপ্রিলে যা ছিল প্রায় ৮ কোটি ৪১ লক্ষ জন।

May 20, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

মে মাস শেষ হতে এখনও বেশ কিছুদিন বাকি। তার আগেই গত মাসের তুলনায় অতিরিক্ত প্রায় ৫২ লক্ষ  মানুষ রেশন সামগ্রী নিয়েছেন। খাদ্যদপ্তরের তরফে জানানো হয়েছে,  মে মাসে গত রবিবার পর্যন্ত মোট ৮ কোটি ৯৩ লক্ষ ২৮ হাজার ৮৯৬ জন রেশনের চাল গম সংগ্রহ করেছেন। গত এপ্রিলে যা ছিল  প্রায় ৮ কোটি ৪১ লক্ষ জন। 

মোট ডিজিটাল রেশন কার্ড ও ফুড কুপন ধারীদের মধ্যে ৮৯.৭১ শতাংশ ইতিমধ্যেই তাঁদের জন্য বরাদ্দ মে  মাসের চাল গম সংগ্রহ করে নিয়েছেন। কয়েকটি জেলায় ইতিমধ্যে ৯৫ শতাংশেরও বেশি গ্রাহক খাদ্য সামগ্রী  সংগ্রহ করে নিয়েছেন। খাদ্য দপ্তরের কর্তারা আশা করছেন মে মাসে রাজ্যে সার্বিকভাবে ৯৫ শতাংশ গ্রাহক  রেশনে খাদ্য সংগ্রহ করবেন। 

রেশন দেওয়ার ব্যবস্থা অনলাইনে দোকানের ই-পস যন্ত্রের মাধ্যমে হওয়ার জন্য পুরো প্রক্রিয়াটি কতটা স্বচ্ছভাবে হচ্ছে ও কতজন রেশন সংগ্রহ করছেন, তার পরিসংখ্যান  খাদ্য দপ্তরের কাছে তখনই চলে আসছে। এপ্রিল মাস থেকে গ্রাহকদের বিনা পয়সায় চাল-গম দেওয়া শুরু হয়েছে। চলতি মাস থেকে  নন ডিজিটাল পুরানো রেশন কার্ড আছে যাদের, তারাও  বিশেষ কুপনের মাধ্যমে মাথাপিছু ৫ কেজি চাল বিনা পয়সায়  পাবেন।  

কলকাতা পুরসভা এলাকায় আবেদনকারীদের কুপন দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে। সোমবার থেকে জেলাগুলিতেও বিশেষ কুপনের জন্য আবেদনপত্র জমা নেওয়া শুরু হয়েছে।  রেশন ডিলারদের খাদ্য দপ্তর থেকে আদেশ দেওয়া হয়েছে, বিশেষ কুপন নিয়ে কেউ এলে  রেশন দোকানে যে চাল  রয়েছে সেটা থেকেই যেন  দিয়ে দেওয়া হয়। 

রেশন ডিলারদের  সংগঠন অবশ্য চাইছে বিশেষ কুপনের জন্য দ্রুত অতিরিক্ত চাল গম বরাদ্দ করার পাশাপাশি  সরকারি নির্দেশিকা জারি হোক। 

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen