মোদীর রাজ্য Gujarat-এ ফের ভয়াবহ বিপর্যয়, পাভাগড়ে কার্গো রোপওয়ে দুর্ঘটনায় মৃত ৬
পাহাড়ের চূড়ায় অবস্থিত এই মন্দিরে প্রতিদিন হাজার হাজার পুণ্যার্থী আসেন, আর সেই পথেই ঘটে গেল এই ভয়াবহ বিপর্যয়।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:৫১: মোদীর রাজ্য গুজরাটের পবিত্র শক্তিপীঠ পাভাগড়ে শনিবার বিকেলে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। ঐতিহাসিক কালীমন্দিরের পথে ব্যবহৃত পণ্যবাহী রোপওয়ের দড়ি ছিঁড়ে মাটিতে পড়ে মৃত্যু হয়েছে ছয়জন কর্মীর। বিকেল সাড়ে তিনটে নাগাদ ঘটে যাওয়া এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন লিফ্টম্যান, শ্রমিক ও অন্যান্য কর্মীরা।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল বাহিনী। শুরু হয় উদ্ধারকাজ। পাহাড়ের চূড়ায় অবস্থিত এই মন্দিরে প্রতিদিন হাজার হাজার পুণ্যার্থী আসেন, আর সেই পথেই ঘটে গেল এই ভয়াবহ বিপর্যয়।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, খারাপ আবহাওয়ার কারণে জনসাধারণের জন্য রোপওয়ে সকাল থেকেই বন্ধ ছিল, তবে কর্মীরা পণ্য পরিবহনের কাজে সেটি ব্যবহার করছিলেন। সেই সময়েই ঘটে যায় এই মর্মান্তিক ঘটনা।
প্রায় ৮০০ মিটার উচ্চতায় অবস্থিত এই শক্তিপীঠে প্রতি বছর ২৫ লক্ষেরও বেশি পুণ্যার্থী পুজো দিতে আসেন। পাহাড়ের চূড়ায় পৌঁছাতে তীর্থযাত্রীরা ২০০০ সিঁড়ি পেরিয়ে যান অথবা রোপওয়ে ব্যবহার করেন। দুর্ঘটনার পর রোপওয়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।
পঞ্চমহল জেলার কালেক্টর এবং পুলিশ সুপার জানিয়েছেন, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। আপাতত যাত্রীবাহী রোপওয়ে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে।