কৃষি আন্দোলনের ৬ মাস – ২৬ মে কালা দিবসের ডাক কৃষক সংগঠনের

এদিন বলবীর সিং রাজৌরির অভিযোগ, সরকার তাঁদের কোনও কথায় কান দেয়নি। নতুন আইন বাতিলের ব্যাপারে উচ্চবাচ্য করেনি।

May 16, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

নয়া কৃষি আইন নিয়ে অনড় কেন্দ্র। মচকাতে রাজি নন কৃষকরাও। দিল্লির সীমানায় মাসের পর মাস ধর্নায় বসে রয়েছেন তাঁরা। আগামী ২৬ মে কৃষি আন্দোলন ছ’মাস পূর্ণ করবে। একই দিনে নরেন্দ্র মোদি (Naredra Modi) সরকার পূর্ণ করবে সাত বছর। সেই দিনটিকে ‘কালা দিবস’(Kala Diwas) হিসেবে পালন করার ডাক দিল কৃষকদের মিলিত সংগঠন সংযুক্ত কিষান মোর্চা (United Kisan Morcha)।

৪০টি দল নিয়ে গঠিত এই মোর্চার নেতা বলবীর সিং রাজৌরি ভার্চুয়াল মাধ্যমে প্রতিবাদ কর্মসূচির ঘোষণা করেন। গোটা দেশের মানুষের কাছে তাঁর আবেদন, ওই দিন বাড়িতে কালো পতাকা তুলুন। গাড়ি ও দোকানেও কালো পতাকা টাঙান। এদিন বলবীর সিং রাজৌরির অভিযোগ, সরকার তাঁদের কোনও কথায় কান দেয়নি। নতুন আইন বাতিলের ব্যাপারে উচ্চবাচ্য করেনি।

শুধু তাই নয়, ক্রমাগত বেড়ে চলেছে পেট্রল-ডিজেলের দাম। যার সরাসরি প্রভাব পড়ছে কৃষিতে। অথচ সরকার নিরুত্তর। সবমিলে ফের একবার ২৬ মে কেন্দ্রকে জোর ধাক্কা দিতে চাইছেন কৃষকরা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen