এক দিনেই ৬০ লক্ষ টাকায় বিক্রি হল মাছ! নয়া রেকর্ড কাকদ্বীপের মৎস্যজীবীর

সোমবার ১১৪টি তেলে ভোলা বা তেলিয়া ভোলা মাছ নগেন্দ্র বাজার আড়তে বিক্রি হয় প্রায় ৬০ লক্ষ টাকার বেশি দামে।

February 22, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

মাছের বাজারে ফের দেখা গেল দামের নজির। এবার মোট ৬০ লক্ষ টাকার মাছ বিক্রি করে রেকর্ড তৈরি করলেন কাকদ্বীপের মৎস্যজীবীরা। এর আগে দীঘার সৈকতে এ ভাবেই বিপুল দামে মাছ বিক্রি করে খবরের শিরোনামে এসেছিলেন মৎস্যজীবীরা। এ বার সেই তালিকায় ঢুকে পড়লেন কাকদ্বীপের মৎস্যজীবী। এই বিপুল পরিমাণ মাছ সাড়া ফেলেছে কাকদ্বীপের বাজার জুড়ে। জালে ধরা পড়ে লক্ষাধিক টাকার তেলে ভোলা মাছ। সোমবার ১১৪টি তেলে ভোলা বা তেলিয়া ভোলা মাছ নগেন্দ্র বাজার আড়তে বিক্রি হয় প্রায় ৬০ লক্ষ টাকার বেশি দামে।

প্রসঙ্গত, স্থানীয় ও পুলিশ সূত্র অনুযায়ী, কাকদ্বীপের গিরিবালা ট্রলার বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়। এরপর সমুদ্রে তাদের জালে ধরা পড়ে ১১৪টি তেলে ভোলা মাছ। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৬০ লক্ষ টাকার বেশি। সোমবার নগেন্দ্রবাজার আড়তে আসে তেলেভোলা মাছ আর এই মাছ দেখতে আড়তে ভিড় জমান উৎসুক মানুষজন। পাশাপাশি নগেন্দ্র বাজার আড়তের কর্মীরা বলেন, “তেলে ভোলা মাছের পটকা থেকে জীবনদায়ী ঔষধ তৈরী হয়। তাই মাছের বাজারমূল্য অনেকটা বেশি। এ বছর মৎস্যজীবীদের জালে ইলিশ সেভাবে না পড়লেও জালে তেলে ভোলা পড়ায় যেন নসিব ফিরেছে কাকদ্বীপের মৎস্যজীবী তপন গিরির।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen