কারাদপ্তরের উদ্যোগে ৯ শিশু আজ ফিরে পেয়েছে হারিয়ে যাওয়া শৈশব

স্কুল ছুটি হলে তারাই আবার শিশুদের সংশোধনাগারে মায়ের কাছে পৌঁছে দিচ্ছে।

February 27, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: নিয়ম অনুযায়ী, বন্দি অবস্থায় কোনও মা তাঁর ছ’বছর বয়স পর্যন্ত সন্তানকে সঙ্গে রাখতে পারবেন। সেই মতো আলিপুর মহিলা সংশোধনাগারেও বেশ কয়েকজন বন্দির সঙ্গে তাঁদের সন্তানরা রয়েছে। তাদের মধ্যে ৯ শিশু এখন ব্যাগ কাঁধে নিয়ে নিয়মিত স্কুলে যাচ্ছে। সেখানে গিয়ে বন্ধুদের সঙ্গে মিশতে পারছে কোনও আড়ষ্টতা ছাড়াই। পড়াশোনার পাশাপাশি খেলাধুলো, অঙ্কন শিক্ষা সবই চলছে অন্যদের সঙ্গে পাল্লা দিয়ে। পণ্ডিতিয়া রোড, রো ল্যান্ড রোড এবং পার্ক স্ট্রিটের তিনটি বেসরকারি স্কুলে যাচ্ছে তারা। তবে নিরাপত্তা ও সুরক্ষার কারণে স্কুলে যাওয়ার সময় তাদের সঙ্গে থাকছে কলকাতা পুলিস। স্কুল ছুটি হলে তারাই আবার শিশুদের সংশোধনাগারে মায়ের কাছে পৌঁছে দিচ্ছে।


কারাদপ্তরের এমন উদ্যোগে ওই ৯ শিশু আজ ফিরে পেয়েছে হারিয়ে যাওয়া শৈশব। শিশুদের সংশোধনাগারের বাইরে নিয়ে গিয়ে লেখাপড়ার সুযোগ করে দেওয়ার শুরুটা খুব সহজ ছিল না। এই কাজে এগিয়ে আসে নৃত্যশিল্পী অলকানন্দা রায়ের স্বেচ্ছাসেবী সংস্থা। প্রথমে মায়েদের কাউন্সেলিং করানো হয়। তাঁদের মধ্যে অনেকেই আবার বাংলাদেশি মহিলা। মায়েদের অনুমতি নিয়ে তৈরি করা হয় প্রয়োজনীয় কাগজপত্র। কারাদপ্তর ওই শিশুদের তত্ত্বাবধায়ক (কাস্টডিয়ান)। তাই সরকারি উদ্যোগেই শিশুদের পরিচয় সংক্রান্ত নথিপত্র তৈরি হয়। তারপর স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার ভিত্তিতে শুরু হয় পঠনপাঠন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen