পরিবর্তনের ৯ বছর – শুভেচ্ছাবার্তা মমতার
১৩ই মে বাংলার মানুষের কাছে এক ঐতিহাসিক দিন। ২০১১ সালে এই দিনেই বাংলার জনগণের রায়ে ৩৪ বছরের বাম জমানার অবসান হয়। ক্ষমতায় আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকার। ২০১৬ সালে আবারও বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফেরেন মমতা বন্দ্যোপাধ্যায়।
১৩ই মে বাংলার মানুষের কাছে এক ঐতিহাসিক দিন। ২০১১ সালে এই দিনেই বাংলার জনগণের রায়ে ৩৪ বছরের বাম জমানার অবসান হয়। ক্ষমতায় আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকার। ২০১৬ সালে আবারও বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফেরেন মমতা বন্দ্যোপাধ্যায়।
শাসকদলের দাবী বাংলায় গণতন্ত্র স্থাপন হয়েছে। শান্তি ফিরেছে জঙ্গলমহলে। পাহাড়েও উন্নয়নের হাওয়া। একশো দিনের কাজ থেকে শুরু করে কন্যাশ্রী, ন্যায্য মূল্যের ওষুধের দোকান থেকে শুরু করে নির্মল বাংলা অভিযান, ই-গভর্ন্যান্স থেকে কৃষি – সবেতেই সেরা বাংলা। বিরোধীদের দাবী অবশ্য আলাদা।

বর্তমানে সারা পৃথিবী জুড়ে চলছে করোনার করাল গ্রাস। বাদ নেই বাংলাও। প্রথম দিন থেকেই একদম রাস্তায় নেমে মানুষের পাশে দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বার্তা দিয়েছেন যতদিন না করোনা থেকে বাংলা মুক্ত হচ্ছে, এই লড়াই থামবেনা। এই আবহেই আজ আজ তিনি ট্যুইট করে মানুষের পাশে থাকার বার্তা দেন।
ট্যুইটে লেখেন, আজ ঐতিহাসিক ১৩ই মে। ২০১১ সালে এই দিনে দীর্ঘ ৩৪ বছরের সরকারের অবসান ঘটিয়ে বাংলার মানুষ পরিবর্তনের পক্ষে রায় দেন। গত নয় বছর ধরে আমরা বাংলার মা, মাটি, মানুষের উন্নয়নে ব্রতী ছিলাম, এবং আগামীদিনেও রাজ্যের অগ্রগতির জন্য সবরকম পদক্ষেপ নেব – এটাই আমাদের অঙ্গীকার #পরিবর্তনেরনয়বছর