গত ২৪ ঘন্টায় কমল দেশের দৈনিক করোনা সংক্রমণ, চতুর্থ ঢেউ নিয়ে কাটছে না উদ্বেগ
অ্যাকটিভ কেসের সংখ্যা ৭৯,৩১৩।
June 21, 2022
|
< 1 min read
Published by: Drishti Bhongi

কিছুটা স্বস্তি দিয়ে দেশের দৈনিক করোনা গ্রাফ নামল ১০ হাজারের নিচে। যদিও চতুর্থ ঢেউ নিয়ে উদ্বেগ রয়েই গেছে। সোমবার আক্রান্তের সংখ্যাটা সামান্য কমলেও অ্যাকটিভ কেস বেড়েই চলেছে।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৯,৯২৩ জন। মৃত্যু হয়েছে ১৭ জনের। সুস্থ হয়েছেন ৭,২৯৩ জন।
দেশে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪,৩৩,১৯,৩৯৬। মৃত্যু হয়েছে ৫,২৪,৮৯০। সুস্থ হয়েছেন ৪,২৭,১৫,১৯৩। অ্যাকটিভ কেসের সংখ্যা ৭৯,৩১৩।