দলের ঠিক করা প্রার্থীর সঙ্গেই থাকতে হবে সব কর্মীদের, বার্তা পার্থর
তৃণমূল রাজ্য সভাপতি সুব্রত বক্সির পর এবার মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। পুরভোটে টিকিট প্রত্যাশীদের ক্ষেত্রে দলের অবস্থান স্পষ্ট করে দিলেন। পুরভোটের নির্ঘণ্ট প্রকাশের আগে কর্মীদের উদ্দেশ্যে নেতৃত্বের সাফ বক্তব্য, দল প্রার্থী চূড়ান্ত করবে। তাঁকেই মানতে হবে। কিন্তু কোনও অবস্থায় দল বিরোধী কাজ নয়।
পুরভোট নিয়ে পুরোদস্তুর প্রস্তুতিতে নেমে পড়েছে তৃণমূল। ডিসেম্বর পুরভোট। ফলে হাতে থাকা সময়কে কোনওভাবেই নষ্ট করতে রাজি নয় রাজ্যের শাসক দল। দিন কয়েকের মধ্যে পুরভোটের নির্ঘণ্ট প্রকাশ হবে। তবে তার আগে প্রার্থী বাছাই নিয়ে দলের অভ্যন্তরে চলছে আলোচনা। বর্তমান ওয়ার্ড কো-অর্ডিনেটরদের মধ্যে কারা এবারের ভোটে টিকিট পাবেন, কাদের নাম বাদ যেতে পারে, তা নিয়ে বিস্তর চর্চা চলছে রাজনৈতিক মহলে। অনেকেই টিকিটের প্রত্যাশ্যা করছেন। বায়োডাটা জমা দেওয়ার জন্য তৃণমূল ভবনে ‘ড্রপ বক্স’ রাখা হয়েছে। কলকাতা ও হাওড়া পুরভোটের জন্য প্রচুর বায়োডাটা জমা পড়ছে। এই অবস্থায় ররিবার দলের কর্মসূচিতে কর্মীদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দিয়েছেন তৃণমূল রাজ্য সভাপতি সুব্রত বক্সি। তিনি বলেছেন, রাজনৈতিক খিদে অপরাধ নয়। কারও কাউন্সিলর হওয়ার ইচ্ছে থাকতেই পারে। কিন্তু রাজনৈতিক খিদে পূরণ না হলে, এমন আচরণ করবেন না, যা দলকে ক্ষতি করে। জেহাদ ঘোষণার আগে চারবার ভাববেন।
রাজ্য সভাপতির বক্তব্যের সঙ্গে সুর মিলিয়ে কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। সোমবার তিনি বলেছেন, স্থানীয় স্তরের নেতাদের ভোটে দাঁড়ানোর ইচ্ছে থাকে। ইচ্ছে থাকা ভালো। তবে দল যখন যাঁকে যেখানে দাঁড় করাবে, সে সেখানেই দাঁড়াবেন। তাঁর সঙ্গেই বাকিদের থাকতে হবে। রাজনৈতিক মহল মনে করছে, গোঁজ প্রার্থী কিংবা বিক্ষুব্ধ কর্মীদের আগেভাগেই সচেতন করে দেওয়া হচ্ছে। তৃণমূল নেতৃত্ব বুঝিয়ে দিয়েছেন, এমন কোনও আচরণ করা যাবে না, যাতে দলকে অস্বস্তি বা প্রশ্নের মুখে পড়তে হয়।
এদিকে, দল যেমন প্রার্থী পদ নিয়ে আলোচনা চালাচ্ছে, তেমনই তৃণমূলকে সাহায্য করছে ভোট কুশলী প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাক। দলীয় সূত্রে খবর, আইপ্যাকের টিম ওয়ার্ড ভিত্তিক পর্যবেক্ষণে নেমে পড়েছে। কোনও ওয়ার্ডে কেমন কাজ হয়েছে, ওয়ার্ড কো-অর্ডিনেটরের পারফরম্যান্স কেমন, এলাকার মানুষজনের মতামত নিয়ে রিপোর্ট তৈরি করছে আইপ্যাক। এর আগে বিধানসভা নির্বাচনেও তৃণমূলের হয়ে এলাকা ঘুরে গ্রাউন্ড সার্ভে রিপোর্ট তৈরি করেছিল আইপ্যাক।