দেশ বিভাগে ফিরে যান

লুন্ঠিত খনিজ পদার্থ থেকে প্রাপ্ত অর্থ ফেরত এলে গোয়ার প্রতি শিশু পাবে ৩.৫ লক্ষ টাকা, বলছে তথ্য

November 16, 2021 | < 1 min read

গোয়ার বিধানসভা নির্বাচন আসন্ন। গোয়ার নির্বাচন এবং রাজনৈতিক দল নিয়ন্ত্রণ করছে খনি এবং রিয়েল এস্টেটের দালালরা। এই লবির বিরুদ্ধে যে সংবাদ পত্রই লেখালেখি করছে, তাদেরকেই আক্রমণ করা হচ্ছে। এই দালালরা সাধারণ মানুষের হাতে টাকা আসতে দেয় না। এই দালালগুলি যাতে টিকে থাকতে না পারে সেদিকে লক্ষ্য রেখে কিছু সংবাদপত্র এর বিরুদ্ধে লেখালেখি করায় বার বার তাদের আক্রমণের মুখোমুখি হতে হচ্ছে।

তথ্য অনুযায়ী, অবৈধ খননের কারণে গোয়ার মানুষের ৩৫ হাজার কোটি টাকা লুট করা হয়েছে। সেই টাকা পুণরুদ্ধার করা গেলে গোয়ার ১০ লক্ষ শিশুর প্রত্যেকে ৩.৫ লক্ষ্ টাকা করে পাবে এবং ভবিষ্যতে খনির লভ্যাংশও পাবে তারা।

২০০৭ থেকে ২০১২ সালের মধ্যে লুট হওয়া অর্থ ফেরত দিতে চায় না এই লবিগুলি। আর এই দলগুলিই এখন গোয়া শাসন করছে। তারা জনগণের হাতে টাকা তুলে দিতে নারাজ।

এবারের নির্বাচন এই দলগুলি এবং সাধারণ মানুষের মধ্যে। তারা এই কাজেই লিপ্ত থাকতে চায় এবং সরকারকে তারা হাতের মুঠোয় রাখতে চায়। কোন দল ক্ষমতায় আছে তা তাদের বিবেচ্য নয়। এযাবৎ গোয়ার সরকার এই ‘গড ফাদার’ – দের কথায় ওঠা বসা করে জনসাধারণের স্বার্থের বিরুদ্ধে কাজ করে এসেছে।

আর সরকারের এই নীতির বিরুদ্ধেই সোচ্চার যে সংবাদপত্রগুলি তাদেরকে বার বার আক্রমণের মুখোমুখি হতে হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Goa, #minerals

আরো দেখুন