আজ কলকাতায় সাংবাদিক বৈঠক করবেন মেঘালয় প্রদেশ তৃণমূল কংগ্রেসের সভাপতি
২০২৪ লোকসভা ভোটের (Loksabha Election) আগে বিজেপি (BJP) ও মোদী(Narendra Modi) বিরোধী লড়াইয়ে প্রধান শক্তি হয়ে উঠতে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banarjee) নেতৃত্বে ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Avishek Banarjee) সেনাপতিত্বে দেশজুড়ে সংগঠন বিস্তারের কাজে কোমর বেঁধে নেন পড়েছে তৃণমূল কংগ্রেস (TMC) তারই অঙ্গ হিসেবে ১২ কংগ্রেস বিধায়ক (Congress MLA) একসঙ্গে দল ছেড়ে ঘাসফুল শিবিরে যোগ দেওয়ায় তৃণমূলে এই মুহূর্তে মেঘালয়ের (Meghalaya) প্রধান বিরোধী দল।
ইতিমধ্যেই মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমার (Mukul Sangma) নেতৃত্বে বিধায়করা কলকাতায় এসে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
এদিকে মুম্বই সফরে যাওয়ার আগে নেত্রী মেঘালয়ের তৃণমূলের সভাপতি হিসেবে বিধায়ক চার্লস পিংরোপকে (Charles Pyngrope) বেছে নিয়েছেন। দ্রুতই তাঁকে নিজের কাজ বুঝে নিতে বলেছেন দলনেত্রী। আজ, মঙ্গলবার কলকাতায় মেঘালয়ের বিধায়কদের নিয়ে সাংবাদিক বৈঠক করবেন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ও রাজ্য সভাপতি সুব্রত বক্সি।