উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

আদিবাসী যুবতীকে চাকরির নাম করে শ্লীলতাহানি, গ্রেপ্তার বিজেপি নেতার ছেলে

December 9, 2021 | 2 min read

চাকরি দেওয়ার নামে চলন্ত গাড়ির ভিতর আদিবাসী যুবতীকে শ্লীলতাহানি করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল পুলিস। পুলিস জানিয়েছে, ধৃতের নাম সৌম্যদীপ নাহা। মঙ্গলবার বীরপাড়ার রবীন্দ্রনগর থেকে তাকে ধরা হয়। ধৃতের বাবা প্রশান্ত নাহা স্থানীয় বিজেপি নেতা বলে পরিচিত। এ ঘটনায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশান্তবাবু অবশ্য ছেলের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ সাজানো বলে দাবি করেছেন।

বীরপাড়া পুলিসের সহযোগিতায় জলপাইগুড়ির ময়নাগুড়ি থানার পুলিস প্রশান্তবাবুদের বাড়ি ঘিরে ফেলে। তারপর বাড়ি থেকে সৌম্যদীপকে গ্রেপ্তার করে পুলিস। সৌম্যদীপ যে গ্রেপ্তার হয়েছেন, রাতে এলাকার লোকজন তা জানতেন না।

জলপাইগুড়ির ডিএসপি (ক্রাইম) বিক্রমজিৎ লামা বলেন, এক আদিবাসী যুবতীর অভিযোগের ভিত্তিতে বীরপাড়ার এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। আদালতের সরকারপক্ষের আইনজীবী পিন্টু দেব সংবাদমাধ্যমকে জানান, আদালত ধৃত যুবককে জামিন দিয়েছে।

পুলিস সূত্রে জানা গিয়েছে, আলিপুরদুয়ারের শামুকতলা থানা এলাকার ওই আদিবাসী যুবতীকে সরকারি চাকরি দেওয়ার নাম করে ১৫ নভেম্বর ময়নাগুড়িতে ডাকেন সৌম্যদীপ। ময়নাগুড়িতে তিনি গাড়িতে তুলে নেন ওই যুবতীকে। অভিযোগ, গাড়িতে যুবতীকে সৌম্যদীপ বলেন, চাকরি পেতে কয়েক দিন দেরি হবে। তার পরই যুবতীর শ্লীলতাহানি করে যুবতীকে গাড়ি থেকে ফাঁকা রাস্তায় নামিয়ে দেন ওই যুবক। সৌম্যদীপ অবশ্য বলেন, আমার বিরুদ্ধে এই অভিযোগ শুনে অবাক হয়ে গিয়েছি। শামুকতলার কোনও আদিবাসী যুবতীকে আমি চিনিই না। আমি কোনও যুবতীকে ময়নাগুড়িতে ডেকেও আনিনি। আমার মা অসুস্থ। মায়ের চিকিৎসার জন্য অনেক দিন ধরে কলকাতায় রয়েছি। আমার বিরুদ্ধে এই অভিযোগ পুরোটাই ষড়যন্ত্র। আমাকে ফাঁসানো হয়েছে।
সৌম্যদীপের বাবা প্রশান্তবাবু একসময় তৃণমূল কংগ্রেসের জেলা সহ সভাপতি পদে ছিলেন। গত বিধানসভা ভোটের আগে তিনি কলকাতায় গিয়ে গেরুয়া শিবিরে নাম লেখান। রাজনৈতিক মহলে প্রশান্তবাবু বীরপাড়ার একজন পরিচিত মুখ।

ছেলের বিরুদ্ধে ওঠা অভিযোগ ও তাঁর গ্রেপ্তারি প্রসঙ্গে প্রশান্তবাবু বলেন, ভিত্তিহীন অভিযোগের ভিত্তিতে আমার ছেলেকে গ্রেপ্তার করে পুলিস। ছেলের বিরুদ্ধে আনা অভিযোগ পুরোটাই সাজানো। গত ১৫ নভেম্বর আমার ছেলে ময়নাগুড়ি যায়নি। ওই দিন আমার ছেলের জন্মদিন ছিল। বাড়িতে ছেলের জন্মদিনের পার্টির আয়োজন করা হয়েছিল। ছেলেকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে।


বীরপাড়ার তৃণমূল কংগ্রেস নেতা মান্না জৈন বলেন, শুনেছি মঙ্গলবার রাতে প্রশান্তবাবুর ছেলেকে গ্রেপ্তার করে পুলিস। ঠিক কী কারণে পুলিস প্রশান্তবাবুর ছেলেকে গ্রেপ্তার করল তা বলতে পারব না।
বিধানসভায় বিজেপির পরিষদীয় দলনেতা তথা মাদারিহাটের বিধায়ক মনোজ টিগ্গা বলেন, প্রশান্তবাবু বিধানসভা ভোটের আগে কলকাতায় গিয়ে আমাদের দলে যোগ দিয়েছিলেন। বর্তমানে প্রশান্তবাবু নিষ্ক্রিয়। দলের সঙ্গে সেভাবে যোগাযোগও রাখেন না।

TwitterFacebookWhatsAppEmailShare

#Rape, #bjp, #jalpaiguri, #Adivasi woman

আরো দেখুন