প্রথম দিনেই ব্যাপক সাড়া, ‘টক টু চেয়ারম্যানে’ সমস্যার কথা শুনলেন গৌতম দেব
শিলিগুড়ি কর্পোরেশনের উদ্যোগে ‘টক টু চেয়ারম্যান’ প্রথম দিনেই সাড়া ফেলল
December 12, 2021
|
< 1 min read
Published by: Drishti Bhongi

শিলিগুড়ি কর্পোরেশনের উদ্যোগে ‘টক টু চেয়ারম্যান’ প্রথম দিনেই সাড়া ফেলল। ২৯টি কল ধরলেন গৌতম দেব। সমস্যা, অভিযোগ ও বিভিন্ন আবেদন নিয়ে সরাসরি পুরনিগমের প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে কথা বললেন আমজনতা। শুধু তাই নয় চেয়ারম্যানের পাশে বসে নিগমের কমিশনার নিজেই ফোন করা মানুষের নাম, ফোন নাম্বার ও সমস্যার কথা লিখে নিলেন।
শনিবার বেলা ১১টা ৪০ থেকে ‘টক টু চেয়ারম্যান’ ফোন আসা শুরু হয়। গৌতম নিজেই ফোন ধরে কথা বলেন। সমস্যার কথা শোনেন। এক ঘণ্টায় ২৯টি ফোন নিজেই ধরেছেন। শুধু তা-ই নয়, সমাধানেও সঙ্গে সঙ্গে উদ্যোগী হয়েছেন। প্রতি শনিবার ১২টা থেকে টক টু চেয়ারম্যান শুরু হবে। গৌতম জানান, ‘যদি কোনও শনিবার না হয়, পরের বুধবার একই সময়ে হবে।’