বইমেলায় সংক্রমণ রুখতে কমছে বুক স্টলের আয়তন
কোভিডের কারণে এক বছর বইমেলা হয়নি। এ বার বইমেলায় সংক্রমণ রুখতে স্টলের আয়তন কমানো হল। লিটল ম্যাগাজিন চত্বরে বেশি ভিড় হয়। সেই কথা মাথায় রেখে লিটল ম্যাগাজিনকেও মেলার দু’টি জায়গায় ভাগ করে দেওয়া হবে। আজ, মঙ্গলবার নবান্নে মুখ্য সচিব এবং গিল্ড কর্তৃপক্ষের মধ্যে বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মেলার ভিড় থেকে যাতে কোভিড ছড়াতে না পারে সেই দিকে লক্ষ্য রেখেই এই সিদ্ধান্ত। যাতে বইমেলায় অনেক বেশি ফাঁকা জায়গা যায় সে দিকেই নজর দিচ্ছে প্রশাসন। বইপ্রেমী এবং পাঠকেরা যাতে মেলার মাঠে অনেকটা ছড়িয়ে ছিটিয়ে থাকতে পারেন তাই এই উদ্যোগ। ঠিক হয়েছে ইংরেজি বইয়ের জন্য দুটো প্যাভিলিয়ন করা হবে।
একটি স্টলে একাধিক পাঠক বা ক্রেতা যাতে ভিড় না করতে পারে সে দিকে নজর দিতে বলা হয়েছে গিল্ড কর্তৃপক্ষকে। যদি কোনও স্টলে বেশি ভিড় হয়, তা হলে লাইনের ব্যবস্থা করতে বলা হয়েছে। একটা স্টলের থেকে আরেকটা স্টল এর মধ্যে দূরত্ব বজায় রাখতে হবে। ২০২২-এর বইমেলায় মোট ৬০০ স্টল হবে। ন’টি এন্ট্রি ও এগজিট গেট হবে। মাস্ক ছাড়া কাউকেই বইমেলায় ঢুকতে দেওয়া হবে না। স্যানিটাইজেশনের ব্যবস্থা রাখতে হবে। বৈঠকে মুখ্যসচিব এই সব পদক্ষেপ করার কথা সরকারের তরফ থেকে জানিয়ে দেন গিল্ড কর্তৃপক্ষকে।