নীতি আয়োগের রিপোর্টে অস্বস্তিতে যোগী সরকার, স্বাস্থ্যক্ষেত্রে সবচেয়ে খারাপ ফল উত্তরপ্রদেশের

হাতে আর বেশিদিন নেই। নতুন বছরেই উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন

December 27, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

হাতে আর বেশিদিন নেই। নতুন বছরেই উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন। তবে ভোটের কয়েক মাস বাকি থাকতেই প্রকাশ্যে চলে এল যোগী রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় খারাপ পারফর্ম্যান্সের ছবিটা। নীতি আয়োগের চতুর্থ স্বাস্থ্যসংক্রান্ত সূচক রিপোর্টে প্রকাশ, বড় রাজ্যগুলির মধ্যে স্বাস্থ্যক্ষেত্রে সার্বিক পারফর্ম্যান্সের মাপকাঠিতে সবার শেষে রয়েছে বিজেপি শাসিত উত্তরপ্রদেশ। সবচেয়ে খারাপ ফল করেছে তারা। ঘটনাচক্রে উত্তরপ্রদেশ সেই রাজ্য যেখানকার বারাণসী খোদ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংসদীয় কেন্দ্র।

অন্যদিকে, নীতি আয়োগের চতুর্থ স্বাস্থ্যসংক্রান্ত সূচক রিপোর্ট অনুযায়ী, সবচেয়ে ভাল পারফরম্যান্স বামশাসিত কেরালার। তারপর দ্বিতীয় ও তৃতীয় সেরা রাজ্য যথাক্রমে তামিলনাড়ু ও তেলেঙ্গানা। এই রিপোর্ট তৈরি করতে রেফারেন্স বর্ষ ধরা হয়েছে ২০১৯-২০কে। অর্থাৎ, যে সময়কাল ধরে পারফরম্যান্স খতিয়ে দেখা হয়েছে, তার মধ্যে প্রায় গোটা একটা বছর দেশে করোনাভাইরাস পর্ব চলছে। বিশ্বব্যাঙ্কের টেকনিকাল সহায়তা নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রকের সঙ্গে একযোগে এই রিপোর্ট তৈরি করেছে নীতি আয়োগ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen