রাজ্য বিভাগে ফিরে যান

গত ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিডজয়ী ৪৪৬ জন, সুস্থতার হার ৯৮.৩৩ শতাংশ

December 27, 2021 | < 1 min read

উৎসবের মরশুমে গত ২৪ ঘণ্টায় বাংলায় সংক্রমিত সংখ্যাও অনেকটা কম। সোমবার রাজ্য স্বাস্থ্যদপ্তরের দেওয়া বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনার কবলে পড়েছেন ৪৩৯ জন। এর মধ্যে শহর কলকাতায় একদিনে আক্রান্ত ২০৪ জন।

এদিনও সংক্রমণের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। একদিনে সেখানে ৭৭ জনের শরীরে মারণ ভাইরাসের হদিশ মিলেছে। দক্ষিণ ২৪ পরগনায় একদিনে সংক্রমিতের সংখ্যা ২৮। ফলে রাজ্যে মোট করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ১৬ লক্ষ ৩১ হাজার ৬৫ জন। বর্তমানে রাজ্যের পজিটিভিটি রেট ২.৫২ শতাংশ। এদিকে একদিনে ভাইরাসের বলি ১০ জন। এখনও পর্যন্ত রাজ্যে ১৯ হাজার ৭২৬ জনের মৃত্যু হয়েছে কোভিড-১৯-এ।

তবে করোনা ভাইরাসের সঙ্গে লড়াইয়ে আশার আলো দেখাচ্ছেন কোভিডজয়ীরা। গত ২৪ ঘণ্টাতেই যেমন সুস্থ হয়ে উঠেছেন ৪৪৬ জন। এ নিয়ে মোট ১৬ লক্ষ ৩ হাজার ৯০৬ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। বর্তমানে সুস্থতার হার ৯৮.৩৩ শতাংশ। বর্তমানে করোনায় চিকিৎসাধীন ৭ হাজার ৪৩৩ জন।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Covid Update, #Covid Bulletin

আরো দেখুন