পরিযায়ী শ্রমিকদের বিনামূল্যে রেশন দেবে রাজ্য
এবার পরিযায়ী শ্রমিকদের জন্যও বিনামূল্যে রেশন দিতে উদ্যোগী রাজ্য সরকার। বিশেষ কুপনের মাধ্যমে প্রতি পরিবার পিছু এক কেজি চানা(ছোলা) ও জন প্রতি পাঁচ কেজি করে চাল দেওয়া হবে রেশনকার্ড বিহীন পরিযায়ী শ্রমিকদের। লকডাউনে সর্বহারা পরিবারগুলির পাশে দাঁড়াতে এই বিশেষ রেশন সামগ্রী জুন ও জুলাই দু’মাস দেওয়া হবে বলে জানা গিয়েছে।
ইতিমধ্যেই প্রত্যেক জেলাশাসকের কাছে পাঠানো হচ্ছে বিশেষ ফরম্যাট। যার মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার পরিযায়ী শ্রমিকদের তথ্য তাঁরা খাদ্যদপ্তরকে দেবেন। সেই মতো রেশন বণ্টন করা হবে। এর পাশাপাশি দ্রুত বিভিন্ন জেলায় জেলাশাসক ও কলকাতার ক্ষেত্রে কমিশনারের মাধ্যমে কুপন বিলির কাজও শুরু হতে চলেছে।
খাদ্যদপ্তর সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রতিটি রাজ্যবাসী এখন বিনামূল্যে রেশন সামগ্রী পাচ্ছেন। এবার পরিযায়ী শ্রমিকদেরও বিনামূল্যে রেশন দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রত্যেক রাজ্যবাসীর জন্য মাসে পাঁচ কেজি করে চাল বরাদ্দ করেছে সরকার। তার গুণমানও যথেষ্ট ভালো। তবে, শুধু কার্ডধারীরাই নয়, এই বিপদের সময়ে যাঁদের কার্ড নেই, তাঁদেরও কুপনের মাধ্যমে বিশেষ রেশন দেওয়ার ব্যবস্থা হয়েছে।