দেশ বিভাগে ফিরে যান

বিধানসভা ভোটের আগে তিনদিনের গোয়া সফরে অভিষেক

December 29, 2021 | < 1 min read

আগামী ফেব্রুয়ারিতে গোয়ায় বিধানসভা নির্বাচন। বাংলার বাইরে যে রাজ্যগুলিতে তৃণমূল টার্গেট করেছে তার মধ্যে গোয়া অন্যতম। পুজোর পর থেকে গোয়া সংগঠন বিস্তারে ছাপিয়েছে ঘাসফুল শিবির। প্রাক্তন মুখ্যমন্ত্রী থেকে রাজনৈতিক ব্যক্তিত্ব, কিংবা সমাজের বিশিষ্টজনেরা একের পর এক যোগ দিয়েছেন তৃণমূলে। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কিংবা সাংসদ বিধায়ক নেতা মন্ত্রীরা গোয়ায় সংগঠন বিস্তারের ঝাঁপিয়েছেন। স্থানীয় রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতা হয়েছে তৃণমূলের। সবমিলিয়ে বাইশের বিধানসভা নির্বাচনের আগে বেশ সুবিধাজনক জায়গায় রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল।

ঠিক সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে মঙ্গলবার ফের ৩ দিনের গোয়া সফরে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ৩০ ডিসেম্বর, বৃহস্পতিবার কলকাতায় ফিরবেন তিনি। তৃণমূল সূত্রের খবর, আসন্ন বিধানসভার ব্লু প্রিন্ট তৈরি করতে এবং একাধিক দলীয় বৈঠকে যোগ দিতে অভিষেকের এই গোয়া সফর। বুধবার সকালে স্থানীয় রুদ্রেশ্বর মন্দিরে পুজোও দেবেন অভিষেক। আর বিকেলে যাবেন একটি মঠে।

চলতি মাসেই গোয়া সফরে গিয়েছিলেন অভিষেক। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একাধিক রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিয়েছিলেন তিনি। ফিরে কলকাতা পুরভোটের প্রচারে নেমে অভিষেক দীপ্ত কণ্ঠে জানিয়েছিলেন, এবার বিধানসভা ভোটে গোয়ায় হয় তৃণমূল ক্ষমতায় আসবে, নয়তো প্রধান বিরোধী শক্তি হবে। এর মাঝামাঝি কিছু হবে না। এর কিছুদিনের মধ্যেই ফের তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের গোয়া সফর রাজনৈতিকভাবে বেশ তাৎর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

TwitterFacebookWhatsAppEmailShare

#abhishek banerjee, #tmc, #Goa

আরো দেখুন