রাজ্য বিভাগে ফিরে যান

মাধ্যমিক- উচ্চমাধ্যমিকে প্রস্তুতিতে করোনা বাদ সাধলেও, ‘সেট’ আগামী কালই হচ্ছে

January 8, 2022 | < 1 min read

মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে একাধিক কর্মী-আধিকারিক করোনায় আক্রান্ত হয়েছেন বলে খবর। এর ফলে পরীক্ষার প্রস্তুতি কিছুটা হলেও ধাক্কা খেয়েছে বলে মত ওয়াকিবহাল মহলের। ইতিমধ্যেই শিক্ষাদপ্তরের নির্দেশে বাতিল করা হয়েছে পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের জেলা সফর। পরীক্ষার আগে প্রস্তুতি খতিয়ে দেখতে সাধারণত জেলাগুলিতে যান পর্ষদ সভাপতি। তবে করোনার জন্য এবছর তা আপাতত স্থগিত রয়েছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আগেই ৫০ শতাংশ কর্মী নিয়ে অফিস চালানোর নির্দেশ দিয়েছিল। তবে মাধ্যমিক পরীক্ষা আগে থাকায় শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য মধ্যশিক্ষা পর্ষদ সেরকম কোনও নির্দেশ দেয়নি। এ নিয়ে প্রশ্ন তুলেছে পর্ষদের কর্মী-আধিকারিকদের একটি অংশ। তাদের বক্তব্য, পরীক্ষা সংক্রান্ত কাজের সঙ্গে অফিসের সবাই সরাসরি যুক্ত থাকে না। তাই রোটেশন করে কর্মীদের আনা যেতে পারে। কর্মীরা যদি করোনায় আক্রান্ত হয়ে যান, তাহলে কাজ আর কে করবে? যদিও পর্ষদের এক আধিকারিক বলেন, প্রচুর শূন্যপদ থাকায় এমনিতেই কর্মীর সংখ্যা কম। তাই রোটেশনে কর্মীদের আনা সম্ভব নয়।

করোনার জন্য মাধ্যমিকের টেস্ট পেপারের আনুষ্ঠানিক প্রকাশও বাতিল হয়ে গিয়েছে। এই টেস্ট পেপার ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে দিয়ে থাকে সরকার। ৩ জানুয়ারি নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রীর সভায় সেটি উদ্বোধন করা হবে, এই ছিল পর্ষদ এবং শিক্ষাদপ্তরের পরিকল্পনা। তবে করোনার জন্য সেই সভা বাতিল হয়েছে। শিক্ষামন্ত্রীকে দেখে উদ্বোধনের পরিকল্পনাও আপাতত স্থগিত রাখতে হয়েছে। তাই আনুষ্ঠানিকতা ছাড়াই টেস্ট পেপার বিলির পরিকল্পনা করেছে দপ্তর।

TwitterFacebookWhatsAppEmailShare

#covid19, #HS Exam, #Madhyamik Exam, #SET Exam

আরো দেখুন