ভোট-মেলা বন্ধ হোক, অভিষেকের প্রশংসায় পঞ্চমুখ চিকিৎসক মহল
ভোট-মেলা বন্ধ হোক, শনিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) এহেন মন্তব্য শুনে তাঁর প্রশংসায় পঞ্চমুখ চিকিৎসক মহল। করোনা পরিস্থিতিতে ভোট-মেলা আপাতত বন্ধ রাখা উচিৎ বলে ব্যক্তিগত মতামত প্রকাশ করেছিলেন অভিষেক। আর তা শুনে চিকিৎসকদের বেশিরভাগের মন্তব্য, ‘এমন রাজনীতিবিদই চাই।’
শনিবার আলিপুরে দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের অডিটোরিয়ামে বৈঠক করেন ডায়মন্ড হারবারের তৃণমূল (TMC) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠক শেষে তৃণমূল সাংসদ বলেন, ”কোভিড (COVID-19) পরিস্থিতিতে রাজ্যে আগামী ২ মাস সব কিছু বন্ধ রাখা উচিত। স্থগিত রাখা উচিৎ নির্বাচন। এটা আমার ব্যক্তিগত মত।”
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের এমন বক্তব্যকে কুর্ণিশ জানিয়েছেন রাজ্যের জনস্বাস্থ্য আধিকারিক ডা. অনির্বাণ দলুই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের পাশে দাঁড়িয়ে ডা. অনির্বাণ দলুই জানিয়েছেন, ”আমি সর্বান্তকরণে সমর্থন জানাই। একজন রাজনৈতিক ব্যক্তিত্বের কাছ থেকে এমন বার্তা চিকিৎসকদের মনেও আশা জাগায়।”
এসএসকেএম (SSKM) হাসপাতালের সুপার ডা. পীযূষ রায় জানিয়েছেন, একাধিক হাসপাতালে অগুনতি চিকিৎসক করোনা আক্রান্ত। এখন সমস্ত উৎসব বন্ধ রাখাই শ্রেয়। কারণ সংক্রমণ আরও বাড়তে থাকলে আমজনতা চিকিৎসা পাবেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য শুনে মনে হয়েছে উনিও এই বিষয়ে অত্যন্ত উদ্বিগ্ন। যে কারণে উনি রাজনৈতিক এবং ধর্মীয় সমাবেশ বন্ধ রাখতে বলেছেন।
২৪ ঘন্টা আগেই রাজ্যজুড়ে মিছিল করেছে আরও এক রাজনৈতিক দল। সেখানে তৃণমূল সাংসদের এমন পরিণত বক্তব্যে অত্যন্ত খুশি চিকিৎসকরা। শনিবার বৈঠক শেষে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামী দু’মাস ডায়মন্ড হারবার (Diamond Harbour) সংসদীয় এলাকায় কোনও রাজনৈতিক সমাবেশ হবে না। করা যাবে না বড় আকারের কোনও ধর্মীয় সমাবেশও।