বিনোদন বিভাগে ফিরে যান

লতা মঙ্গেশকরের গাওয়া সেরা ১০টি গান

February 6, 2022 | 3 min read

সরস্বতী পুজোর পরদিনই শোকে ডুবল সারা দেশ। প্রয়াত কিংবদন্তি সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকর (Lata Mangeshkar)। গতকালই লতা মঙ্গেশকরের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। ভেন্টিলেটশনে দেওয়া হয় সুর সম্রাজ্ঞীকে। আইসিইউতেই ডাক্তারদের নজরদারিতে ছিলেন তিনি।

টানা ২৭ দিন মৃত্যুর সঙ্গে লড়াই। শারীরিক অবস্থা কখনও স্থিতিশীল হচ্ছে, তো কখনও অসুস্থতার খবর মিলছে। কদিন আগেই মিলেছে করোনা নেগেটিভ হওয়ার খবর। কিন্তু, নিউমোনিয়ার জন্য বাড়ে জটিলতা। শেষরক্ষা হল না।

দশের পর দশক ধরে তাঁর কন্ঠের সুরেলা ছোঁয়া মন জয় করেছে সকলের। তিনি পেয়েছেন সুর সম্রাজ্ঞীর খেতাব। রইল লতা মঙ্গেশকরের গাওয়া সেরা ১০টি গানের কথা (Lata Mangeshkar Hit Songs)।

Lata Mangeshkar Raised Voice For Royalty Of Singers In Affair There Was A  Fight With Mohammed Rafi | यादों में लता: जब Mohammed Rafi से झगड़ पड़ी थीं Lata  Mangeshkar, सिंगर्स की

লতা মঙ্গেশকরের গাওয়া ‘জাগো মোহন প্যায়ারে’ গানটি বেশ খ্যাত। তিনি রাজ কাপুরের ছবির জন্য এই গানটি গেয়েছিলেন। ছবির নাম জাগতে রহো। লতা মঙ্গেশকরের গাওয়া হিট গানগুলোর আলোচনা করতে গেলে এই গানটি আসে সবার আগে। ‘জাগো মোহন প্যায়ারে’ গানটির মিউজিক ডিরেক্টর শলিল চৌধুরী। 

10 hit songs of Lata Mangeshkar

লতাজির গাওয়ার সেরা গানগুলোর মধ্যে আরও একটি হল ‘আজা পিয়া তোহে প্যায়ার দুন’ গানটি। একবার এই গান প্রসঙ্গে আশা পারেখ বলেছিলেন, ‘এটি আমার সবচেয়ে প্রিয় গানগুলোর মধ্যে একটি।’ গানের সুর দিয়েছিলেন আর ডি বর্মন। ‘আজা পিয়া তোহে প্যায়ার দুন’ গানটি সে সময় এতটাই সফল হয়েছিল যে তা বলার অপেক্ষা রাখে না। 

10 hit songs of Lata Mangeshkar

লতাজির গলায় ‘লগ জা গলে সে’ গানটি শোনেনি এমন ব্যক্তি খুঁজে পাওয়া দায়। লতাজির অন্যতম জনপ্রিয় গান এটি। এই গান প্রসঙ্গ লতাজি একবার নিজে বলেছিলেন, তাঁর হতাশার দিনে মন ভালো করে তোলে এই গান। ‘ওহকৌন থি’ ছবির জন্য তিনি এই গানটি রেকর্ড করেছিলেন। 

10 hit songs of Lata Mangeshkar

‘জিস পথ পে চলা উস পথ পে মুঝে আঁচল তো বিছা দে’ ‘ইয়াদগার’ ছবির এই গান বেশ সাফল্য অর্জন করেছিল। ১৯৭০ সালে মুক্তি পায় ‘ইয়াদগার’ সিনেমাটি। এস আর শর্মা পরিচালনায় এই ছবিতে অভিনয় করেছিলেন মনোজ কুমার, প্রেম চোপড়ার অভিনেতারা। সে সময় লতাজির কন্ঠে ‘জিস পথ পে চলা উস পথ পে মুঝে আঁচল তো বিছা দে’ গানটি মন ছুঁয়ে গিয়েছিল সকলের। 

10 hit songs of Lata Mangeshkar

লতাজির গাওয়া আরও একটি হিট গান হল ‘ছোট সে সারি দুনিয়া কিসিকে লিয়ে ইয়ে মুনাসিব না আদমি কে লিয়ে’। ‘সরস্বতীচন্দ্র’ ছবির গান এটি। ১৯৬৮ সালে মুক্তি পেয়েছিল সিনেমাটি। সে সময় লতাজির কন্ঠে এই গান বেশ সাড়া ফেলেছিল। 

10 hit songs of Lata Mangeshkar

লতা মঙ্গেশকের কন্ঠে একটি হিট বাংলা গান হল ‘রঙ্গিলা বাঁশিতে কে ডাকে’। এই গান বাঙালির আবেগের সঙ্গে জড়িত। গানটির মিউজিক ডিরেক্টর ছিলেন ভুপেন হাজারিকা। আর লিরিক্স পুলক বন্দ্যোপাধ্যায়ের। লতাজির সুরেলা গলায় এই গান বাঙালি মনকে সব সময় ব্যাকুল করে তোলে। 

10 hit songs of Lata Mangeshkar

লতাজির গাওয়া আরও একটি বাংলা হিট গান হল ‘আকাশ প্রদীপ জ্বলে’। সতিনাথ মুখোপাধ্যায়ের পরিচালনায় এই গানটি গিয়েছিলেন তিনি। গানটি মুক্তি পেয়েছিল বহু দিন আগে। তবে, আজও এই গানের খ্যাতি রয়েছে সর্বত্র। যে কোনও অনুষ্ঠানে বাঙালি কন্ঠে আজও শোনা যায় লতাজির গাওয়া আকাশ প্রদীপ জ্বলে গানটি।

10 hit songs of Lata Mangeshkar

‘প্রেম একবারই এসেছিল নিরবে’, গানটি নিশ্চয়ই শুনেছেন। এখনও সেরা বাংলা গানের তালিকায় রয়েছে লতা মঙ্গেশকরের গাওয়া প্রেম একবারই এসেছিল নিরবে গানটি। গানটির মিউজিক ডিরেক্টর ছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। আর লিরিক্স গৌরিপ্রসন্ন মজুমদারের। 

10 hit songs of Lata Mangeshkar

মহব্বতে ছবির হিট গান ‘হাম কো হামিসে চুরালো’। এই গানটি লতাজির গলায় আরও একটি শ্রেষ্ঠ সঙ্গীত। এই গানে লতা মঙ্গেশকের সঙ্গে গলা মিলিয়েছিলেন উদিত নারায়ন। গানটি ফিল্ম ফেয়ার পুরস্কারের জন্য নমিনেটেড হয়েছিল। 

10 hit songs of Lata Mangeshkar

১৯৯৭ সালে মুক্তি পাওয়া দিল তো পাগল হ্যায় ছবিটি সেরা বলিউড ছবিগুলোর মধ্যে একটি। এই ছবির দিল তো পাগল হ্যায় গানটি মন কেড়েছিল সকলের। লতাজির গাওয়া এই গানটি সেরা গানগুলোর মধ্যে একটি।  

TwitterFacebookWhatsAppEmailShare

#Hit Songs, #Lata Mangeshkar

আরো দেখুন