দেশজুড়ে উৎপদনমুখী শিল্পে ভাটা, মোদী আমলে ধারাবাহিকভাবে রুগ্ন হচ্ছে কল-কারখানার শিল্পোৎপাদন
বিজেপির শাসনকালে দেশের অর্থনীতি নামতে নামতে তলানিতে পৌঁছে গিয়েছে। মূল্যবৃদ্ধি, বেকারত্ব, দারিদ্র্যতা সামাল দিতে বিজেপি সারকারের লেজে গোবরে অবস্থা হয়েছে। ক্রমশ রুগ্ন হয়ে পড়ছে দেশের কলকারখানা। এবার কল-কারখানার উৎপাদনে ভাটা নতুন করে উদ্বেগ বাড়াল। পরিসংখ্যান দপ্তরের তথ্য প্রকাশ্যে আসতেই অশনি সংকেত দেখছেন বিশেষজ্ঞ মহল। এনএসও সমীক্ষায় জানা গিয়েছে, বিগত বছরের ডিসেম্বর মাসের হিসেব অনুযায়ী, উৎপাদনমুখী শিল্প অর্থাৎ কল-কারখানায় চলা উৎপাদন ফের সরাসরি ০.১ শতাংশ (ঋণাত্মকে) কমে গিয়েছে।
ফের একবার বিজেপি সরকারের দ্বিচারীতা প্রকাশ্যে চলে এল। এদিকে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে বলে ক্রমাগত দাবি করে চলেছে বিজেপি সরকার কিন্তু সমীক্ষা বলছে অন্য কথা। বিগত চার মাস যাবৎ নাগাড়ে নামছে শিল্প বৃদ্ধির হার। শিল্প উৎপাদনের সিংহভাগ প্রায় ৭৭ শতাংশই কল-কারখানার উৎপাদনের উপর নির্ভর করে; এবার তাই সংকোচনের মুখে পড়েছে। ফলে মুখ থুবড়ে পড়েছে নতুন কর্মসংস্থানের সম্ভাবনা ও আর্থিক বৃদ্ধি। সবচেয়ে চিন্তার ডিসেম্বরে দেশের ভোগ্যপণ্যের উৎপাদনও কমে ঋণাত্মকে পৌঁছেছে (-২.৭)।
সামগ্রিক সমীক্ষা এবং তথ্য-পরিসংখ্যান প্রমান করছে দেশ ক্রমশ আর্থিক সংকটের দিকে এগিয়ে যাচ্ছে। কেন্দ্রের বিজেপি সরকারের তরফে দেশের আর্থিক বৃদ্ধির যে বড়াই করা হচ্ছে, আদপে তা দেশবাসীর চোখে ধুলো দেওয়ার জন্য করা মিথ্যে প্রচার মাত্র! বস্তাবে ক্রমশই দৈন্য হয়ে পড়েছে কল-কারখানার শিল্পোৎপাদন।