দেশ বিভাগে ফিরে যান

পথ দুর্ঘটনায় প্রয়াত লাল কেল্লা কাণ্ডে অভিযুক্ত অভিনেতা দীপ সিধু

February 16, 2022 | < 1 min read

পথ দুর্ঘটনায় মৃত লালকেল্লা হিংসা মামলায় অন্যতম অভিযুক্ত দীপ সিধু। হরিয়ানার সোনেপথে দুর্ঘটনায় মৃত্যু হয় ওই অভিনেতার। এমনটাই খবর সংবাদ সংস্থা এএনআই সূত্রে।

উল্লেখ্য, পাঞ্জাবের গায়ক-অভিনেতা দীপ সিধুর বিরুদ্ধে কৃষক আন্দোলনকে ভুল পথে চালনা করার অভিযোগ ছিল। লুকআউট নোটিস জারি হতেই বেপাত্তা হয়ে গিয়েছিলেন সিধু। অজ্ঞাতবাসে থেকেই ফেসবুকে ভিডিও পোস্ট করেছিলেন তিনি। সেখানে নিজের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছিলেন ওই অভিনেতা। সাধারণতন্ত্র দিবসে লালকেল্লায় ৫ লক্ষ লোক ছিল। অথচ কাউকে না ধরে তাঁকেই কেন কাঠগড়ায় তোলা হচ্ছে? সেই প্রশ্ন করেন সিধু। তবে শেষমেশ পুলিশের হাতে ধরা পড়ে যান সিধু।

সাধারণতন্ত্র দিবসে লালকেল্লা (Red Fort) দখলের ঘটনায় দীপের আরও দুই সহযোগীর বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করা হয়। এর মধ্যে একজন যুগরাজ সিং (Jugraj Singh)। যাঁর বিরুদ্ধে লালকেল্লায় নিশান সাহিবের (Nishan Sahib) পতাকা তোলার অভিযোগ রয়েছে। এবার সিধুর মৃত্যুতে লালকেল্লা তদন্তে কিছুটা প্রভাব পড়বে বলেই মনে করছেন অনেকে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Deep Sidhu

আরো দেখুন