মমতাই হলেন তাঁর নেত্রী এবং অনুপ্রেরণা, স্পষ্ট জানালেন অভিষেক

মমতার এই জরুরি মিটিংয়ের পর এবং অভিষেকের জাতীয় জেনারেল সেক্রেটারি পদের অবলুপ্তির পরে সকলের নজর ছিল অভিষেকের ওপরে। কিন্তু অভিষেক সরাসরি নিজেই জানিয়ে দিয়েছেন যে মমতাই হলেন তৃণমূলের আসল কাণ্ডারী এবং সকলের নেত্রী।

February 16, 2022 | 2 min read
Published by: Drishti Bhongi

তৃণমূল কংগ্রেসের ডায়মন্ড হারবারের সাংসদ এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভাষায় সরাসরি জানিয়ে দিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ই হলেন তাঁর নেত্রী এবং অনুপ্রেরণা। সরাসরি এই কথা জানিয়ে তিনি নস্যাৎ করে দিলেন তাঁদের দুজনের মধ্যে বিরোধের কথা। সংবাদ মাধ্যমকে এই কথা জানিয়েছেন অভিষেক। এর ফলে কিছুদিন ধরে চলে আসা বিভিন্ন ধরনের বিতর্ক কিছুটা হলেও চাপা পড়ল।

বেশ কিছুদিন ধরেই বাংলার রাজনীতিতে তৃণমূলের দুই প্রধান মুখ অর্থাৎ মমতা এবং তাঁর ভাইপো অভিষেককে নিয়ে বেশ কিছু খবর হাওয়ায় ভেসে বেড়াচ্ছিল। অনেকেই মনে করেছিলেন যে তাঁদের মধ্যে দানা বেঁধেছে চরম বিতর্ক। কিন্তু সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে স্পষ্ট ভাষায় অভিষেক জানিয়ে দিয়েছেন যে মমতাই হলেন তাঁর নেত্রী এবং অনুপ্রেরণা।

বাংলার রাজনীতিতে বেশ কিছুদিন ধরেই তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ বিভিন্ন সমস্যা সামনে উঠে এসেছে। অনেকেই এই বিষয়ে নিজের নিজের মতামত প্রকাশ করেছেন মিডিয়ায় এবং সোশ্যাল মিডিয়ায়। কিন্তু যাঁদের নিয়ে সকলের মনে কৌতূহল ছিল অর্থাৎ মমতা এবং অভিষেক, তাঁরা এই বিষয়ে বেশি কিছু জানাননি। তৃণমূলের বিভিন্ন সারির নেতা এই নিয়ে মন্তব্য করলেও তাঁরা চুপ ছিলেন। এর মধ্যেই মমতা জরুরি মিটিং ডেকে অবলুপ্তি ঘটিয়েছেন সকল জাতীয় পদের। এই পদ নিয়েই বিতর্কের সৃষ্টি হয়েছিল তৃণমূলের অন্দরে। মমতা বন্দ্যোপাধ্যায় জরুরি মিটিং ডেকে সমস্ত জাতীয় পদের অবলুপ্তি ঘটানোর সঙ্গে সঙ্গে দলের জাতীয় জেনারেল সেক্রেটারি পদটিও তুলে দেন। তৃণমূলের জাতীয় জেনারেল সেক্রেটারি পদে ছিলেন অভিষেক।

মমতার এই জরুরি মিটিংয়ের পর এবং অভিষেকের জাতীয় জেনারেল সেক্রেটারি পদের অবলুপ্তির পরে সকলের নজর ছিল অভিষেকের ওপরে। কিন্তু অভিষেক সরাসরি নিজেই জানিয়ে দিয়েছেন যে মমতাই হলেন তৃণমূলের আসল কাণ্ডারী এবং সকলের নেত্রী। অভিষেক জানিয়েছেন যে, তাঁর নেত্রী এবং অনুপ্রেরণা হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় অনেক যুদ্ধ করে আজকে তৃণমূল দলটিকে এই জায়গায় এনে দাঁড় করিয়েছেন। তৃণমূলের আসল কাজ হল মানুষের জন্য লড়াই করা। যার পথ দেখিয়েছেন মমতা। আমরা সবাই সেই পথ অনুসরণ করে এগিয়ে চলেছি। আমাদের চেয়ারপার্সন মমতার দেখানো পথেই আমরা এগিয়ে যাব এবং মানুষের সেবা করে যাব। আমাদের দলের মূল স্তম্ভ হলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷’’ স্পষ্টাস্পষ্টি জানিয়ে দিয়েছেন অভিষেক।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen