লক্ষ্য পঞ্জাব ভোট, গুরু রবিদাসের মন্দিরে নয়া ‘ছদ্মবেশ’-এ মোদী
সন্ত রবিদাস জয়ন্তী (Ravidas Jayanti) উপলক্ষে দিল্লির করোল বাগের (Delhi’s Karol Bagh) গুরু রবিদাস বিশ্রাম ধাম মন্দিরে ( Guru Ravidas Vishram Dham Mandir) প্রার্থনায় অংশ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Prime Minister Narendra Modi) ।
মন্দিরে পৌঁছনোর পর প্রধানমন্ত্রী মোদী প্রথমে সন্ত রবিদাসের মূর্তিতে শ্রদ্ধা জানান। মন্দিরে উপস্থিত ভক্তদের সঙ্গেও কথা বলেন তিনি। এরপর ভক্তদের সঙ্গে ঝুমঝুমি বাজিয়ে ‘শবাদ কীর্তনে’ (‘Shabad Kirtan’) ও অংশ নেন। পঞ্জাবের ভোটের আগেই সন্ত রবিদাস জয়ন্তীতে প্রার্থনায় প্রধানমন্ত্রীর অংশ নেওয়াটা বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
বুধবার সকালে কীর্তনের ভিডিয়ো নিজেই পোস্ট করেন প্রধানমন্ত্রী। ক্যাপশনে লেখেন, রবিদাস বিশ্রাম ধাম মন্দিরে কাটানোর বিশেষ মুহূর্ত। যে ভিডিয়োতে দেখা যাচ্ছে, ভক্তদের সঙ্গে মন্দিরে বসে রয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর হাতে একটি সবুজ রংয়ের ঝুমঝুমি। তা বাজিয়েই ভক্তদের সঙ্গেই প্রার্থনা করছেন তিনি।
সন্ত রবিদাস (saint Guru Ravidas ) উত্তরপ্রদেশের বারাণসীতে ১৬ শতকে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন একজন সমাজ সংস্কারক। তিনি অস্পৃশ্যতার বিরোধিতা করেছিলেন। পঞ্জাবের দলিতরা এই দিনটি বিশেষভাবে উদযাপন করেন। উত্তরপ্রদেশেও প্রচুর সংখ্যক সন্ত রবিদাসের ভক্তরা রয়েছেন।
প্রত্যেক বছর মাঘি পূর্ণিমায় সন্ত রবিদাস জয়ন্তী পালন করা হয়। চলতি বছর সেই পূর্ণিমা পড়েছে বুধবার, ১৬ ফেব্রুয়ারি। পঞ্জাবের বিধানসভা নির্বাচন ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সন্ত রবিদাস জয়ন্তী উপলক্ষে কংগ্রেস সহ একাধিক রাজনৈতিক দল নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে ভোটের দিন বদলের আবেদন করে।
রাজনৈতিক দলগুলির বক্তব্য ছিল, রবিদাস জয়ন্তীর কারণে বিপুল সংখ্যক লোক পঞ্জাব থেকে বারাণসী যায় উৎসবে সামিল হতে। ওই সময় ভোট হলে প্রচুর মানুষ ভোটাধিকারে বঞ্চিত হবে। তাই ভোটের দিন পিছিয়ে দিলে ভাল হয়। সেই আবেদন মেনে নির্বাচন কমিশন ভোটের দিন পিছিয়ে ২০ ফেব্রুয়ারি করেছে।