রাজ্য বিভাগে ফিরে যান

এবছর মাধ্যমিক-উচ্চ্ মাধ্যমিক অফলাইনে? আজ হতে পারে সিদ্ধান্ত

February 22, 2022 | < 1 min read

করোনার চোখরাঙানি কমেছে। আর এই আবহে দীর্ঘ প্রায় দুই বছর পর স্কুলে ফিরেছে শিশুরা। মাঝে নবম থেকে দ্বাদশের ক্লাশ শুরু হলেও বছরের শুরুতেই ওমিত্রন ত্রাসে বন্ধ হয়েছিল স্কুলের দরজা। তবে ফেব্রুয়ারিতে ফের খুলেছে স্কুলের দরজা। এই আবহে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা কীভাবে হবে? এই গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব খুঁজতে আজ মঙ্গলবার বৈঠক হতে চলেছে নবান্নে।

মঙ্গলবার বিকেলে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর নেতৃত্বে নবান্নে জেলাশাসকদের বৈঠক অনুষ্ঠিত হবে। করোনা পরিস্থিতি পর্যালোচনা করে চলতি বছরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে আলোচনা হবে বৈঠকে। উল্লেখ্য, করোনার প্রকোপ কমলেও সংক্রমণ এখনও পুরোপুরি নির্মূল করা সম্ভব হয়নি। এই আবহে এবছরের বোর্ড পরীক্ষা অফলাইন না অনলাইনে হবে, তা এখনও ঘোষণা করা হয়নি। মঙ্গলবারে বৈঠকে এই সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া যেতে পারে বলে মনে করা হচ্ছে।

রাজ্য সরকারের তরফে কোনও ঘোষণা না করা হলেও শিক্ষা দপ্তর সূত্রে খবর, এবারের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা অফলাইনেই করার পরিকল্পনা করছে তারা। এর অর্থ, এবার স্কুলে এসে পরীক্ষাকেন্দ্রে বসেই পরীক্ষা দিতে হবে পরীক্ষার্থীরা। ২ এপ্রিল শুরু হবে এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। উচ্চ মাধ্যমিকের প্র্যাকটিক্যাল পরীক্ষা শেষ করতে হবে ৪ মার্চের মধ্যে। ১৫ মার্চের মধ্যে সংসদে জমা দিতে হবে ফল। গত সপ্তাহেই শিক্ষা দপ্তরের তরফে ঘোষণা করা হয়, ২৩ ফেব্রুয়ারি বুধবারের মধ্যে শেষ করতে হবে অ্যাডমিট কার্ড বিলির কাজ। আর ৪ মার্চের মধ্যে শেষ করতে হবে যাবতীয় সংশোধন। চলতি বছর ৭ মার্চ শুরু হবে মাধ্যমিক পরীক্ষা। এবার পুরনো নিয়মে অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হবে পরীক্ষার্থীদের। ১৬ মার্চ পর্যন্ত চলবে পরীক্ষা।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Madhyamik, #uchcha madhyamik

আরো দেখুন