রাজ্য বিভাগে ফিরে যান

কোভিডবিধি মেনে অফলাইনে হবে এবছরের মাধ্যমিক- উচ্চ মাধ্যমিক, জেনে নিন দিনক্ষণ

February 22, 2022 | < 1 min read

২০২২ সালের মাধ্যমিক (Madhyamik) এবং উচ্চ মাধ্যমিক (HS) পরীক্ষার ব্যবস্থাপনা নিয়ে বৈঠক করলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী (West Bengal)। সামনের মাসেই দুই বড় পরীক্ষা। তার আগে কোভিড আবহে এই পরীক্ষার জন্য কী কী আয়োজন করা হবে, জেলাশাসকদের সঙ্গে সেই নিয়েই আলোচনা হল মঙ্গলবার। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সবরকম পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব।

এবছর মাধ্যমিক পরীক্ষা হবে ৭ মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত। উচ্চ মাধ্যমিকের দিন স্থির হয়েছে ২ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত। কোভিডের প্রকোপ অনেকটাই কমে গেছে রাজ্যে। ফলে পরীক্ষা অফলাইন সেন্টারেই হবে। মাধ্যমিকে এবছর ১১ লক্ষ ২৬ হাজার ৬৪৮ জন পড়ুয়ার জন্য মোট ১ হাজার ৪৩৫টি পরীক্ষাকেন্দ্রের আয়োজন করা হয়েছে। উচ্চ মাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা ৭ লক্ষ ৩৯ হাজার ৫৮৮ জন। পরীক্ষাকেন্দ্র থাকছে ৯৮৯টি। সকাল ১১টা ৪৫ থেকে ৩টে পর্যন্ত হবে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক হবে ১০টা থেকে ১টা ১৫ পর্যন্ত।

কোভিডের বাড়বাড়ন্ত এখন অনেকটা কমেছে। তবে তা পুরোপুরি নির্মূল হয়নি। সেই পরিস্থিতিতে পরীক্ষার আয়োজনের জন্য কিছু বাড়তি ব্যবস্থা থাকছে। সম্পূর্ণ কোভিডবিধি মেনেই হবে পরীক্ষা। বিধি মেনে ছাত্রছাত্রীদের বসার ব্যবস্থা করা হবে। স্পর্শকাতর কেন্দ্রগুলিতে সিসিটিভি ক্যামেরা লাগানোর বন্দোবস্ত করা হচ্ছে। পরীক্ষাকেন্দ্রের কাছাকাছি জেরক্সের দোকান থাকলে তা বন্ধ করে দেওয়া হবে। পরীক্ষা চলাকালীন লাউডস্পিকারে নিষেধাজ্ঞা বহাল থাকবে।

এছাড়া বরাবরের মতো পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন বা যে কোনওরকম ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে প্রবেশ নিষিদ্ধ থাকছে। পরীক্ষাকেন্দ্র স্যানিটাইজেশনের ব্যবস্থা করা হবে আগেভাগেই, থাকবে পানীয় জলের ব্যবস্থাও।

TwitterFacebookWhatsAppEmailShare

#Madhyamik, #West Bengal, #HS Exam

আরো দেখুন