দেশ বিভাগে ফিরে যান

বাড়ল পেট্রোল-ডিজেলের দাম – মধ্যবিত্তের মাথায় হাত

June 12, 2020 | < 1 min read

দেশ জুড়ে দীর্ঘ ৮৩ দিনের লকডাউনের জেরে বিপর্যস্ত অর্থনীতি। তবে সেই ধাক্কা সামলে যখন স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে জনজীবন, রাস্তায় নামছেন মানুষ, ঠিক তখনই ফের দৈনিক ভিত্তিতে জ্বালানির মূল্য নির্ধারণ শুরু করেছে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলি। যার ফলে আবারও বাড়ল জ্বালানির দাম। এই নিয়ে পরপর ৬ দিন। শুক্রবার পেট্রোলের দাম বেড়েছে ৫৭ পয়সা, ডিজেলের দাম বেড়েছে ৫৯ পয়সা প্রতি লিটারে।

রাজধানী দিল্লীতে পেট্রোলের দাম ৭৪ টাকা থেকে বেড়ে হয়েছে ৭৪.৫৭ টাকা। ডিজেলের দাম হয়েছে ৭২.৮১। আগে ছিল ৭২.২২ টাকা। কলকাতায় আজ পেট্রোলের দাম ৭৬.৪৮ টাকা এবং ডিজেলের দাম হয়েছে ৬৮.৭০ টাকা প্রতি লিটার। মুম্বইয়ে পেট্রোলের দাম ৮১.৫৩ টাকা এবং ডিজেলের দাম ৭১.৪৮ টাকা। চেন্নাইয়ে পেট্রোলের দাম ৭৮.৪৭ টাকা এবং ডিজেলের দাম ৭১.১৪ টাকা।

Petrol, Diesel Price Hiked for 6th Day In a Row
বাড়ল পেট্রোল-ডিজেলের দাম

স্বাভাবিকভাবেই করোনার আবহে রুজি-রোজগারে ধাক্কা খাওয়া সাধারণ মানুষ ইতিমধ্যে এ নিয়ে ক্ষোভ উগড়ে দিতে শুরু করেছেন। অনেকের অভিযোগ, লকডাউনের মধ্যে যখন বিশ্ব বাজারে তেলের দাম রেকর্ড তলানি ছুঁয়েছিল, তখন দেশে তেলের দর কমানো দূর অস্ত, ৮২ দিন ধরে একই রেখেছিল তেল সংস্থাগুলি। আর যখন ফের কাজকর্ম শুরু হচ্ছে, তখন দর বাড়িয়ে মানুষকে চাপে ফেলার রাস্তা খোলা হল।

TwitterFacebookWhatsAppEmailShare

#lock down, #Petrol Diesel Price Hike

আরো দেখুন