বাজেয়াপ্ত পাঁচ কোটি টাকার সম্পত্তি, আইকোর মামলায় বিপাকে প্রাক্তন সাংবাদিক
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই নির্দেশের ফলে কার্যত বিপাকে প্রাক্তন সাংবাদিক। যদিও এখনও পর্যন্ত এই নিয়ে তাঁর প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

দীর্ঘদিন ধরেই তদন্ত চলছে আইকোর মামলা নিয়ে এবং এই মামলায় অভিযুক্ত হয়েছেন সাংবাদিক সুমন চট্টোপাধ্যায়। মামলায় তদন্ত চালাচ্ছিল ইডি। আইকোর তদন্তে উঠে এসেছে, সাংবাদিক সুমন চট্টোপাধ্যায় বিভিন্ন সময় ব্যক্তিগতভাবে এবং তাঁর কোম্পানীর মাধ্যমে বিপুল অংকের দুর্নীতি করেছেন। আর আর সেই তদন্তের পরিপ্রেক্ষিতে এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সাংবাদিক সুমন চট্টপাধ্যায় ও তাঁর পরিবারের অন্তত পাঁচ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। এই সম্পত্তির তালিকায় রয়েছে প্রাক্তন সাংবাদিকের ব্যাংক অ্যাকাউন্ট, শহর কলকাতা ও তার আশেপাশের অঞ্চলের একাধিক ফ্ল্যাট। একই সাথে একাধিক ধারায় প্রতারণা এবং অপরাধমূলক ষড়যন্ত্রের জন্য সিবিআই এফআইআর দায়ের করেছে আইকোর গ্রুপের বিরুদ্ধেও। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই নির্দেশের ফলে কার্যত বিপাকে প্রাক্তন সাংবাদিক। যদিও এখনও পর্যন্ত এই নিয়ে তাঁর প্রতিক্রিয়া পাওয়া যায়নি।