কলকাতা বিভাগে ফিরে যান

ডব্লুবিসিএসদের জন্য নিউটাউনে তৈরি হচ্ছে আবাসন, মুখ্যমন্ত্রী নাম দিলেন ‘ঐতিকা’

April 6, 2022 | < 1 min read

এবার রাজ্যের উদ্যোগে ডব্লুবিসিএস (এগজিকিউটিভ) পদের অফিসারদের জন্য আবাসন তৈরি হচ্ছে নিউটাউনে। সম্প্রতি এই আবাসনের নামকরণ করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। নাম দিয়েছেন ‘ঐতিকা’।

নিউটাউনে ইকো পার্কের কাছে প্রায় ৫.৪১ একর জমির উপর গড়ে উঠবে এই আবাসন। তৈরি হবে ৩৫২টি ফ্ল্যাট। ইতিমধ্যেই এই ফ্ল্যাটের জন্য আবেদন করেছেন ৩৪৯ জন‌ অফিসার। তিন ধরনের ফ্ল্যাট থাকছে এই আবাসনে। ১২০০ এবং ১০০০ বর্গফুটের ফ্ল্যাটগুলি হবে ‘থ্রি বিএইচকে’। আর ‘টু বিএইচকে’ ফ্ল্যাট হবে ৭০০ বর্গফুটের।

এই প্রকল্পটি মূলত কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তরের। তবে এই নির্মাণের দায়িত্ব দেওয়া হয়েছে আবাসন দপ্তরকে। এই প্রকল্পের জন্য হিডকোর থেকে জমি কেনার কাজ শেষ হয়েছে। জমি কিনতে ১৬ কোটি ১৭ লক্ষ ৫৯ হাজার টাকা প্রাথমিকভাবে দিয়েছে রাজ্য সরকার। অফিসারদের জন্য ফ্ল্যাটের দাম রাখা হয়েছে ৩ হাজার ৭০০ টাকা‌ প্রতি বর্গফুট। মূলত নির্মাণ খরচ তোলাই মূল উদ্দেশ্য। জমি হাতে পাওয়ার পর ‘কনসালট্যান্ট’ নিয়োগও করে ফেলেছে আবাসন দপ্তর। তৈরি হচ্ছে ডিপিআর। আগামী ১৫ দিনের মধ্যে এই আবাসন তৈরির জন্য দরপত্র আহ্বান করা হবে। ডব্লুবিসিএস (এগজিকিউটিভ) পদের অফিসাররা যাঁরা সর্বভারতীয় সার্ভিসে চলে গিয়েছেন, তাঁরাও এখানে ফ্ল্যাটের জন্য আবেদন করতে পারেন।

প্রসঙ্গত, এর আগে আকাঙ্ক্ষায় রাজ্য সরকারের অফিসারদের জন্য আবাসন গড়েছে রাজ্য। তবে শুধুমাত্র ডব্লুবিসিএস (এগজিকিউটিভ) পদের অফিসাররা থাকবেন, এমন কমপ্লেক্স এটাই প্রথম। স্বভাবতই খুশি এই পদে কর্মরত আধিকারিকরা। এক ডব্লুবিসিএস অফিসার বলেন, আমরা ভীষণ খুশি। আমাদের জন্য আলাদা করে আবাসন তৈরির উদ্যোগ আগে কখনও নেওয়া হয়নি। এই আবাসনের নামকরণ স্বয়ং মুখ্যমন্ত্রী করেছেন। যা আমাদের কাছে বাড়তি পাওনা।

TwitterFacebookWhatsAppEmailShare

#New Town, #WBCS officers

আরো দেখুন