২০২৩-এ মেঘালয়ে বিধানসভা ভোট, দলের স্ট্র্যাটেজি ঠিক করতে মে-তে শিলং যাচ্ছেন অভিষেক
সামনের মাসেই মেঘালয় সফরে যাবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে যেতে পারেন মেঘালয়ের দায়িত্বে থাকা তৃণমূল কংগ্রেস নেতা মানস ভূঁইয়া। সম্ভবত ৩ মে যেতে পারেন। সেখানে দুই দিন থাকতে পারেন।
২০২৩-এর বিধানসভা নির্বাচন। সেখানে বিধানসভায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে তৃণমূল। এই মুহূর্তে মেঘালয় বিধানসভায় বিরোধী দল তৃণমূল কংগ্রেস। বাংলার পর ফের ভিন রাজ্যের রাজনৈতিক জমি শক্ত করার দিকে বাড়তি নজর দিচ্ছে তৃণমূল (TMC)। এ মাস পেরলেই ফের উত্তর-পূর্ব সফরে যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।
আগামী বছর উত্তর-পূর্বের পাহাড়ি রাজ্যটিতে বিধানসভা নির্বাচন। তার আগে সেখানে যাবেন অভিষেক। এই মুহূর্তে মেঘালয়ের (Meghalaya) রাজনীতিতে প্রধান বিরোধী দলের মর্যাদা পেয়েছে বাংলার শাসকদল। নির্বাচনী যুদ্ধের স্ট্র্যাটেজি ঠিক করতেই অভিষেকের ২ দিনের সফর বলেই মত রাজনৈতিক মহলের।
বিধানসভা ভোটে বিপুল জয়ের পরে অন্য রাজ্যে পা রাখার কথা আগেই ঘোষণা করেছিল তৃণমূল। তা যে ভোটে জয়ের জন্য, সেই বার্তা দিতে অসম ও গোয়ার রাজনীতির দুই পরিচিত রাজনীতিককে সংসদে জায়গা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সে ভাবেই আরও দু’তিনটি রাজ্যের জন্য এখন থেকেই ভাবনা শুরু হয়েছে দলের শীর্ষ স্তরে।