‘বিজেপির কাছে বিক্রি হয়ে গিয়েছেন’- প্রাক্তন মুখ্যনির্বাচন কমিশনারকে আক্রমণ অভিষেকের
দেশের প্রাক্তন মুখ্যনির্বাচন কমিশনার সুনীল আরোরাকে গতকাল অখিল ভারত বিদ্যার্থী পরিষদের বই প্রকাশ অনুষ্ঠানে যোগ দিতে দেখা গিয়েছিল। ওই অনুষ্ঠানের ছবি প্রকাশ্যে আসতেই তুমুল সমালোচনার ঝড় ওঠে। অনুষ্ঠানে যোগ দেওয়া নিয়ে নেটিজেনরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে কটাক্ষ করতে শুরু করেন। এবার এবিভিপির অনুষ্ঠানে যোগ দেওয়া নিয়ে সুনীল আরোরাকে আক্রমণ করল তৃণমূল কংগ্রেস।
তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, আজ সরাসরি সুনীল আরোরাকে ‘বিজেপির কাছে বিক্রি হয়ে গিয়েছেন’ বলে আক্রমণ শানিয়েছেন। অভিষেক টুইটারে লিখছেন, “নতুন ভারত, যেখানে গণতন্ত্রকে পরিহাসে পরিণত করলেও, তা গ্রহণযোগ্য এবং ক্ষমাযোগ্য। নতুন ভারত, যেখানে দেশের প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার নির্দ্বিধায় এবিভিপির অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন। লজ্জা!”
প্রসঙ্গত, মোদী জমানায় দেশের গুরুত্বপূর্ণ সংস্থাগুলোর প্রধানেরা কার্যত পুতুলে পরিণত হয়েছেন। নির্বাচন আয়োজনের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকা সুনীল আরোরার বিরুদ্ধে বিজেপির অনুকূলে করা, একাধিক পক্ষপাতের অভিযোগ উঠেছিল। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সুনীল আরোরার পক্ষপাতদুষ্ট আচরণের বিরুদ্ধে বরাবর সরব হয়েছে। এমনকি নির্বাচনে বিজেপির কারচুপিতেও তার মদত ছিল বলেও অভিযোগ উঠেছিল। বিজেপিকে বাড়তি সুযোগ পাইয়ে দেওয়ার যে অভিযোগ সুনীলের বিরুদ্ধে এতদিন যাবৎ উঠে এসেছে, এই অনুষ্ঠানে যোগ দেওয়ায় তা কার্যত সত্য প্রমানিত হয়েছে।