আসানসোলে হেরে লেজেগোবরে অবস্থা বিজেপির, পর্যালোচনা বৈঠকেও চরমে কোন্দল
বঙ্গের দুই কেন্দ্রের উপনির্বাচনে ভরাডুবি হয়েছে বিজেপি। বালিগঞ্জে জামানত জব্দ হয়েছে বিজেপি প্রার্থী কেয়া ঘোষের। আসানসোলে আবার ভূমিকন্যা অগ্নিমিত্রা পল ৩ লক্ষেরও বেশি ভোটে পরাজিত হয়েছেন তৃণমূলের শত্রুঘ্ন সিনহার কাছে। দুই কেন্দ্র হাতছাড়া হতেই বিজেপির অন্দরে কোন্দল শুরু হয়েছে। বেশ কয়েকজন নেতা ইতিমধ্যেই পদত্যাগ করেছেন। অনেকেই দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। এরই মধ্যে আসানসোলের ফল নিয়ে বিজেপির পর্যালোচনা বৈঠকে তুমুল গন্ডগোলের ভিডিয়ো ভাইরাল হল।
বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের পরাজয় নিয়ে রবিবার সন্ধেয় রুদ্ধদ্বার বৈঠকে বসেছিল গেরুয়া শিবির। বিজেপি জেলা কার্যালয়ে আয়োজিত বৈঠকে দলের কর্মী-সমর্থকদের পাশাপাশি জেলা নেতৃত্বও উপস্থিত ছিল। সেই বৈঠকেই তুমুল গন্ডগোল হয়। উত্তপ্ত বাক্য বিনিময় থেকে শুরু করে পারস্পরিক দোষারোপ কিছুই বাদ যায়নি। হাতাহাতিরও উপক্রম হয়। কোনও ক্রমে পরিস্থিতি সামাল দেয় জেলা নেতৃত্ব।
বিজেপি কর্মী-সমর্থকদের একাংশ জানিয়েছেন, অগ্নিমিত্রা পলের এই পরাজয়ের জন্য অনেকেই কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় এবং এবং জিতেন্দ্র তিওয়ারিকে দায়ী করেছেন। বৈঠকে বিশৃঙ্খলার ছবি ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি ডিজিটাল। বিজেপির পক্ষ থেকেও এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি।
বিজেপির বৈঠকে গন্ডগোলের ছবি ভাইরাল হতেই বিষয়টি নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল। আসানসোলের ডেপুটি মেয়র তথা আইএনটিটিইউসির জেলা সভাপতি অভিজিৎ ঘটক বলেন, এই ঘটনা তো হবারই ছিল। বিজেপি এত ভোটে হারায় ওদের কর্মীরা মানসিকভাবে ভেঙে পড়েছেন। তারই বহিঃপ্রকাশ ঘটেছে রবিবারের বৈঠকে।