দেশ বিভাগে ফিরে যান

এবার হিমাচল প্রদেশের ধর্ম সংসদ থেকে হাতে অস্ত্র তুলে নেওয়ার ডাক সাধ্বী পূজার

April 19, 2022 | < 1 min read

ফের উস্কানিমূলক মন্তব্য৷ আবারও সেই ধর্ম সংসদ৷ এবার হিমাচল প্রদেশের উনার ধর্ম সংসদ থেকে হাতে অস্ত্র তুলে নেওয়ার পণ নিলেন সাধ্বী পূজা শকুন পাণ্ডে৷ শুধু তাই নয়, সেখানে উপস্থিত সকলকে শপথবাক্যও পাঠ করান ওই সাধ্বী৷ সবাইকে তিনি বলেন, ‘বিধর্মীদের নাশ করতে গীতা এবং অন্যান্য হিন্দু শাস্ত্রে হাতে অস্ত্র তুলে নেওয়ার কথা বলা হয়েছে৷ আজ আমি শপথ নিচ্ছি, আমি ও আমার পরিবার সেই অস্ত্রের প্রশিক্ষণ নেব৷’

সাধ্বী পূজা শকুন পাণ্ডের সেই ভাষণের কিছু অংশ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে৷ সেখানে তাঁকে স্পষ্ট বলতে শোনা গিয়েছে, ‘আজ আমরা প্রতিজ্ঞা নেব৷ সনাতন ধর্ম, মা-বোন এবং ভারত মায়ের সম্মান রক্ষায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ৷ আজ থেকে এই পণ নিচ্ছি, পুরাণে শাস্ত্রসম্মতভাবে অস্ত্রের ব্যবহারের কথা বলা আছে৷ গীতার যে অংশে অধর্ম এবং বিধর্মীদের নাশে অস্ত্রের প্রয়োগের কথা বলা হয়েছে, এমন অস্ত্রের প্রশিক্ষণ নেব৷ নিজের বাড়ির লোকেদেরও সেই প্রশিক্ষণ নেওয়ার জন্য উৎসাহিত করব৷ ঘর, সমাজ এবং নিজের লোকেদের জন্য প্রাণের আহুতি দিতেও পিছপা হব না৷’

সাধ্বীর মন্তব্যের ভিডিয়ো ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় ফের বিতর্কের ঝড় উঠেছে৷ ভিডিয়োটি শেয়ার করেন চিত্র পরিচালক বিনোদ কাপড়ি৷ নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে লেখেন, ‘পূজা শকুন পাণ্ডে মারা যাওয়ার কথা বলছেন৷ এই ধরনের জঙ্গি মনোভাবাপন্নদের লোকসভা ভোটের টিকিট কবে দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি?

TwitterFacebookWhatsAppEmailShare

#Controversial Speech, #Dharma Sangsad, #Sadhvi Pooja

আরো দেখুন