রাজ্য বিভাগে ফিরে যান

বাংলায় অনেকটাই কমল করোনা সংক্রমণ, গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ১৭

April 25, 2022 | < 1 min read

গত কয়েক দিন ধরে ঊর্ধ্বমুখী ছিল রাজ্যের কোভিডগ্রাফ। তবে গত ২৪ ঘণ্টায় অনেকটা কমল সংক্রমণ। নেই মৃত্যুও। আবার একদিনে সুস্থও হয়েছেন সংক্রমিতের চেয়ে অনেকটা বেশি। সবমিলিয়ে স্বস্তি দিচ্ছে রাজ্যের করোনা পরিস্থিতি।

রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১৯ জনের শরীরে করোনা সংক্রমণ হদিশ পাওয়া গিয়েছে। ফলে বর্তমানে পজিটিভ কেসের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লক্ষ ১৮ হাজার ৩১। এখনও পর্যন্ত ভাইরাস মোট ২১ হাজার ২০১ জনের প্রাণ কেড়েছে। মৃত্যুহার ১.০৫ শতাংশ। করোনার ঊর্ধ্বমুখী গ্রাফ সাধারণ মানুষের উদ্বেগ বাড়াচ্ছে। এই পরিস্থিতিতে দৈনিক সুস্থতায় কমেছে কিছুটা। গত ২৪ ঘণ্টায় ৩৫ জন সুস্থ হয়েছেন। যা আগের দিনের তুলনায় কিছুটা কম। এখনও পর্যন্ত করোনাজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ লক্ষ ৯৬ হাজার ৫৮১ জন। সুস্থতার হার ৯৮.৯৪ শতাংশ।

সংক্রমণ রুখতে করোনা পরীক্ষায় জোর দিয়েছিলেন বিশেষজ্ঞরা। সংক্রমণ নিম্নমুখী হলেও পরীক্ষাতে হেলাফেলা করতে রাজি নয় রাজ্য সরকার। তাই প্রতিদিনই জোরকদমে চলছে দৈনিক করোনা পরীক্ষা। তবে আমজনতার মধ্যে টেস্টিংয়ের আগ্রহ কমেছে কিছুটা। একদিনে ৫ হাজার ৭২৯টি নমুনা পরীক্ষা হয়েছে। পজিটিভিটি রেট ০.৩৩ শতাংশ।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #covid19, #Corona West Bengal

আরো দেখুন