সন্তোষ ট্রফি রানার্স আপ বাংলার কাছে ১-০ গোলে হার এটিকে মোহনবাগানের

এদিন বিকেলের পর থেকে গোটা শিবির আবার চাঙ্গা হয়ে উঠল।

May 5, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

সন্তোষ ট্রফির ফাইনালে কেরলের কাছে হেরে কিছুটা মন ভালো ছিল না বাংলার ফুটবলারদের। বৃহস্পতিবার যুবভারতীর অনুশীলন মাঠে প্রস্তুতি ম্যাচে এটিকে মোহনবাগানকে ১-০ ব্যবধানে হারিয়ে দিল বাংলা দল। ম্যাচের একমাত্র গোলটি করেন তুহিন দাস। এদিন বিকেলের পর থেকে গোটা শিবির আবার চাঙ্গা হয়ে উঠল।

স্কোরলাইন দেখে মনে হতেই পারে বাংলা কোনও রকমে জিতেছে। কিন্তু আসলে ম্যাচ মোটেই সে রকম হয়নি। বিদেশি সমৃদ্ধ এটিকে মোহনবাগানের বিরুদ্ধেও চোখে চোখ রেখে লড়াই করলেন রঞ্জন ভট্টাচার্যের ছেলেরা। লিস্টন কোলাসোর একটি শট পোস্টে লাগা ছাড়া এটিকে মোহনবাগান সে ভাবে সুযোগই পায়নি। উল্টে বাংলাই এমন কিছু সুযোগ পেয়েছিল যেগুলি কাজে লাগাতে পারলে ব্যবধান আরও বাড়তে পারত।

সবুজ-মেরুন কোচ জুয়ান ফেরান্দো দলে বার বার পরিবর্তন করেছেন। জনি কাউকো, হুগো বুমোসরা সবাই খেলেছেন। কিন্তু মনোতোষ চাকলাদার, সুপ্রিয় পণ্ডিত, দিলীপ ওঁরাওদের সাহসের কাছে হার মানলেন তাঁরা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen