দেশ বিভাগে ফিরে যান

হায়দ্রাবাদ গণধর্ষণ কাণ্ড: অভিযুক্তদের খুন করেছে পুলিশ! বিস্ফোরক সুপ্রিম কোর্ট

May 20, 2022 | < 1 min read

হায়দ্রাবাদ গণধর্ষণ কাণ্ডে চাঞ্চল্যকর মোড়! ধর্ষণে অভিযুক্তদের খুন করেছে পুলিশ! এমনই দাবি সুপ্রিম কোর্টের নিযুক্ত তদন্ত কমিটি।

২০১৯ সালে তেলাঙ্গানায় গণধর্ষণ করা হয় এক মহিলা চিকিৎসককে। নির্ভয়া কাণ্ডের স্মৃতি ফিরিয়ে আনে এই নারকীয় ঘটনা। প্রতিবাদে মুখর হয় হতবাক দেশ।

পুলিশের বিরুদ্ধে অভিযোগ ওঠে, প্রথম দিকে এই মামলা নিয়ে ঢিলেমি দেখা যায় তাদের তরফে। জনতার চাপে শেষমেশ চার অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর ৬ ডিসেম্বর সামশাবাদের কাছে ৪৪ নম্বর জাতীয় সড়কে ঘটনার পুনর্নির্মাণ করতে নিয়ে যাওয়া হয়েছিল ওই চার অভিযুক্তকে। সেই সময় রহস্যজনকভাবে মৃত্যু হয় অভিযুক্তদের। পুলিশের দাবি, আগ্নেয়াস্ত্র ছিনিয়ে পালাতে গিয়ে মারা যান তাঁরা।

এই এনকাউন্টার নিয়ে স্বভাবতই প্রশ্ন ওঠে নাগরিক সমাজে। পুলিশের দিকে আঙুল তোলে নানা সংগঠন। দাবি করা হয়, এগুলো পরিকল্পিত খুন। এই দাবিকেই একপ্রকার সিলমোহর দিল সুপ্রিম কোর্ট নিযুক্ত সিরপুরকার কমিশন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Death, #Hyderabad Gang Rape, #supreme court

আরো দেখুন