দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

মোদী সরকার ভেজাল সরকার, পুরুলিয়ার কর্মীসভায় বিস্ফোরক মমতা

May 31, 2022 | 2 min read

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ছবি সৌজন্যেঃ মমতা বন্দ্যোপাধ্যায়/ফেসবুক

জঙ্গলমহল সফরের দ্বিতীয় দিনে, পুরুলিয়ার কর্মীসভার মঞ্চ থেকেই মোদী সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা বরাবর কেন্দ্রের আর্থিক বঞ্চনা শিকার হচ্ছে বলে মোদী সরকারের বিরুদ্ধে আক্রমণ শানানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “মোদী সরকার ভেজাল সরকার। বিজেপি এখানে আসে, অনেক কিছু বলে কিন্তু কাজের কাজ কিছুই হয় না। কিন্তু তারা কেন্দ্র থেকে রাজ্যের ন্যায্য পাওনা আদায়ে কোন সাহায্য করে না। মোদী সরকার আমাদের রাজ্য থেকে ট্যাক্স বাবদ টাকা তুলে নিয়ে যাচ্ছে।”

এরপরেই মুখ্যমন্ত্রী বলেন, ১০০ দিনের টাকা দাও, নয়ত বিদায় নাও।” বিজেপি​ সরকারের আর্থিক ‘বঞ্চনা’ নিয়ে পুরুলিয়ার কর্মিসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মোদী সরকার ১০০ দিনের প্রকল্পের অর্থাৎ মনরেগা খাতে বাংলার ৯০ কোটি টাকা আটকে রেখেছেন। যার ফলে রাজ্যে শ্রমিকদের মজুরি দেওয়া যাচ্ছে।

তফশীলি জনজাতি এবং সাধারণ মানুষ যাতে রাজ্য সরকারের সমস্ত প্রকল্পের পরিষেবা ও সুবিধা পায় তা সুনিশ্চিত করতে হবে। সমস্ত প্রকল্পকে বাস্তবায়িত করতে হবে। কোন দুর্নীতি বরদাস্ত করা হবে না বলেও জানান মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, গতকালের প্রশাসনিক বৈঠকের পরে দুই বিএল এবং এলআর অফিসারকে গ্রেপ্তার করা হয়।

দেশের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি পাচ্ছে। জ্বালানী তেল, গ্যাস ইত্যাদি দ্রব্যের মূল্য সাধারণ মানুষের নাগালের বাইরে পৌঁছে গিয়েছে। ভোট এলেই মোদী সরকার, বিজেপির নেতারা ভোটমুখী প্রতিশ্রুতি দেন, ভোটের মিটলেই আর করোর কোন খোঁজও পাওয়া যায় না, বলে আক্রমণের ঝাঁঝ বাড়ান মুখ্যমন্ত্রী। বিজেপি সরকারের নোটবন্দির সমালোচ করে মুখ্যমন্ত্রী বলে নোটবন্দির সময় বলা হয়েছিল কালো টাকা আর জাল নোট শেষ হবে, কিন্তু রিজার্ভ ব্যাঙ্কের বক্তব্য জাল নোট বৃদ্ধি পাচ্ছে।

সেই সঙ্গেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি-সিবিআইয়ের ভূমিকা নিয়েও সরব হন মুখ্যমন্ত্রী। তিনি সাফ জানান, ইডি-সিবিআইয়ের জুজু দেখিয়ে তাঁকে ভয় দেখানো যাবে না।মুখ্যমন্ত্রী বলেন, “কেন্দ্রীয় সংস্থা দিয়ে ভয় দেখানো হচ্ছে। ওরা ঠিক করেই রেখেছে ঘরে ঘরে সিবিআই পাঠাবে। আমি কিন্তু কাউকে ভয় পাই না।” ​কয়লা পাচার, গরু পাচার, নানান দুর্নীতি মামলায় বিরোধী দলের নেতাদেরই কেবলমাত্র টার্গেট করা হচ্ছে বলে বিজেপিকে শানিত আক্রমণ করলেন তৃণমূল সুপ্রিমো। এদিনের কর্মিসভায় তিনি বলেন, “কখনও লালু প্রসাদের বাড়িতে সিবিআই পাঠানো হচ্ছে, কখনও হেমন্ত সোরেনের বাড়িতে যাচ্ছে সিবিআই। কিন্তু বিজেপি নেতাদের বিরুদ্ধে কেউ কোনও কথা বলছে না। বিজেপি নেতাদের গেপ্তার করা উচিত। সিবিআই আগে সবকটাকে জেলে ঢোকাক।”

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #Narendra Modi, #Purulia, #bjp, #tmc

আরো দেখুন