প্রকাশিত মাধ্যমিকের ফল, যুগ্ম প্রথম অর্ণব-রৌনক

আর একটু পরেই প্রকাশিত হবে মাধ্যমিকের ফলাফল।

June 3, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

প্রকাশিত হল ২০২২ সালের মাধ্যমিক পরীক্ষার ফল। আজ সকাল ৯টায় সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে ফলাফল (Madhyamik Results 2022) ঘোষণা করা হয়। সকাল ১০টা থেকেই মধ্যশিক্ষা পর্ষদের ওয়েবসাইটে দেখা যাচ্ছে ফল।

পরীক্ষার ৭৮ দিনের মাথায় এবার প্রকাশিত হল ফলাফল। এবছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ৭ মার্চ। পরীক্ষা শেষ হয় ১৬ মার্চ। এ বছর ৯ লক্ষ ৪৯ হাজার ৯২৭ পরিক্ষার্থী মাধ্যমিকে পাস করেছেন। মোট পাশের হার ৮৬.৬ শতাংশ। প্রথম স্থান অর্জন করেছেন বাঁকুড়ার অর্ণব ঘড়াই ও পূর্ব বর্ধমানের রৌনক মন্ডল। তাদের প্রাপ্ত নম্বর ৬৯৩।

আজ সকাল ১০টা থেকে এই ওয়েবসাইটে দেখা যাবে মাধ্যমিকের ফল:

www.wbbse.wb.gov.in
wbresults.nic.in
www.exametc.com
www.indiaresults.com 
www.results.siksha
www.schools9.com
www.fastresult.in 

কীভাবে রেজাল্ট দেখবেন?

ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করে যান হোমপেজে
‘পশ্চিমবঙ্গ মাধ্যমিক ফলাফল 2022’-এ ক্লিক করুন
এবার আপনার রোল নম্বর লিখুন
রেজাল্ট স্ক্রিনে দেখানো হবে, এটা ডাউনলোড করতে পারেন।

মাধ্যমিকের সকল কৃতি পড়ুয়াদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি, যারা ভালো ফল করতে পারেননি তাদের আগামীদিনের জন্য শুভ কামনা জানিয়েছেন তিনি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen