← দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান
রাজ্যের তদন্তেই সিলমোহর সিবিআইয়ের! ঝালদা কাণ্ডে কাউন্সিলার খুন পারিবারিক বিবাদের জেরে
ঝালদা কাণ্ডে নৈতিক জয় রাজ্যের। পুরুলিয়ার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু (Tapan Kandu Killing Case) হত্যাকাণ্ডের চার্জশিটে পারিবারিক বিবাদের কথা উল্লেখ করল সিবিআই। পারিবারিক বিবাদের জেরেই যে কাউন্সিলার খুন হয়েছিলেন, তা রাজ্য পুলিশের সিট (SIT) তদন্ত করে আগেই জানিয়েছিল। তাতেই সিলমোহর দিল সিবিআই।
চলতি মাসের ১৩ তারিখ এই মামলায় ৪৭ পাতার প্রথম চার্জশিট জমা করে সিবিআই (CBI)। শনিবার অভিযুক্তদের হাতে এই চার্জশিট কপির প্রতিলিপি দেওয়া হয়। চার্জশিটে পারিবারিক বিবাদের কথা উল্লেখ করে ধৃত ৫ অভিযুক্তই এই খুনের ষড়যন্ত্র করেছে বলে উল্লেখ রয়েছে। তবে এখনও দুই ভাড়াটে খুনিকে গ্রেপ্তার করতে পারেনি সিবিআই। ফলে এই হত্যাকাণ্ডের তদন্ত চালিয়ে যাবেন সিবিআই আধিকারিকরা।
আগামী দিনে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা করবে সিবিআই, এমনটাই জানা গেছে সংস্থা সূত্রে।