রাজ্যে করোনা সক্রমণ চিন্তা বাড়াচ্ছে, নতুন কোভিড নির্দেশিকা জারি করল স্বাস্থ্যদপ্তর
বঙ্গে করোনায় সংক্রমণ বাড়ছে। রাজ্য স্বাস্থ্যদপ্তরের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, বাংলায় একদিনে নতুন করে কোভিড পজিটিভের সংখ্যা ছাড়াল ১৫০০। সবচেয়ে বেশি আক্রান্তের হদিশ মিলেছে কলকাতায় (৬২১)। এরপরই করোনা গ্রাফের তালিকায় রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা। উত্তর ২৪ পরগনায় কোভিড পজিটিভ ৪৩৫ জন, আর দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্ত ১১৫ জন।
পরিস্থিতি সামলাতে নতুন করে নির্দেশিকা জারি করল স্বাস্থ্যদপ্তর। সংক্রমণের বাড়বাড়ন্তের কারণে আগের মতোই সতর্ক হওয়ার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে বলে মনে করছে স্বাস্থ্যদপ্তর। ফের মাস্ক, স্যানিটাইজেশন বাধ্যতামূলক করার প্রয়োজন দেখা দিয়েছে। জোর দেওয়া হচ্ছে টিকাকরণে। রাজ্যে টিকাকরণ চলছে জোরকদমে। জোর দেওয়া হয়েছে বুস্টার ও প্রিকশন ডোজের উপর।
কোভিড আক্রান্তদের হাসপাতালে ভরতির ক্ষেত্রে নিয়ম আরও কড়া হচ্ছে। চিকিৎসকদের আরও সতর্ক হতে বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে শারীরিক দূরত্ব বজায় রেখে কাজকর্ম করতে হবে।