দেশ বিভাগে ফিরে যান

​বেকারত্বের নিরিখে শীর্ষে ডবল ইঞ্জিন রাজ্যগুলি, জাতীয় গড়ের তুলনায় এগিয়ে বাংলা

July 27, 2022 | < 1 min read

বেকারত্বের হারের নিরিখে দেশের মধ্যে শীর্ষে বিজেপি শাসিত ডবল ইঞ্জিন রাজ্যগুলি। বিজেপি শাসিত ডবল ইঞ্জিন রাজ্যগুলির ক্ষেত্রে কোথাও বেকারত্বের হার জাতীয় গড়ের সমতুল্য, আবার কোন কোন বিজেপি শাসিত রাজ্য জাতীয় গড়কেও ছাপিয়ে গিয়েছে। তুলনায় অনেক এগিয়ে বাংলা। মোদী সরকারের তথ্য-পরিসংখ্যানে উঠে আসছে এমন তথ্য। চলতি বাদল অধিবেশনে, শ্রমমন্ত্রক তরফে প্রকাশিত ২০২০-২১ অর্থ বছরের পরিসংখ্যানে এই তথ্য প্রকাশ্যে এসেছে।

মোদী সরকারের শ্রম মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী রামেশ্বর তেলি লোকসভায় জানিয়েছেন, ২০২০-২১ অর্থবর্ষে গোটা দেশে বেকারত্বের হার ৪.২ শতাংশ। একই অর্থ বছরে বিজেপি শাসিত গোয়ায় বেকারত্বের হার ১০.৫ শতাংশ। ওই একই সময়ে ডবল ইঞ্জিন রাজ্য হরিয়ানা ও উত্তরাখণ্ডের ক্ষেত্রে বেকারত্বের হার যথাক্রমে ৬.৩ শতাংশ ও ৬.৯ শতাংশ। অন্যদিকে বিজেপি শাসিত অন্য দুই বড় রাজ্য উত্তরপ্রদেশ ও অসমের ক্ষেত্রে বেকারত্বের হার জাতীয় গড়ের কাছাকাছি। অন্যদিকে জাতীয় গড়কে ছাপিয়ে গিয়ে বামশাসিত কেরলে ওই অর্থবর্ষে বেকারত্বের হার ১০.১ শতাংশ।

এখানেই বাংলা অনন্য, করোনার ধাক্কা সামলেও কর্মসংস্থানের নিরিখে এগিয়ে বাংলা। বেকারত্বের হারেও সেই প্রতিফলন দেখা গিয়েছে। ২০২০-২১ অর্থ বছরে বাংলায় বেকারত্বের হার ৩.৫ শতাংশ। গোটা দেশের তুলনায়, রাজ্যের বেকারত্বের হার অনেকটাই কম। 

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #unemployment

আরো দেখুন