অমানবিক! আদিবাসী পরিচারিকার উপর নির্মম অত্যাচারের অভিযোগে গ্রেপ্তার বিজেপি নেত্রী
অমানবিক! বাড়ির আদিবাসী পরিচারিকাকে বেধড়ক মারধর করতেন মালকিন । শুধু তাই নয়, বেল্ট, লোহার রড এমনকী গরম রান্নার বাসন শরীরে চেপে ধরে দিনের পর দিন নির্মম অত্যাচার চালাতেন। এরকমই গুরুতর অভিযোগের ভিত্তিতে রাচি পুলিশ গ্রেপ্তার করল বিজেপি নেত্রী সীমা পাত্রকে। বিজেপির মহিলা মোর্চার জাতীয় কর্মসমিতির সদস্যা, প্রাক্তন আমলার স্ত্রী সীমাকে সাসপেন্ড করেছে দল।
ঝাড়খণ্ডের আরগোরা থানায় তাঁর নামে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। পরিচারিকা তাঁর জবানবন্দিতে অভিযোগ জানিয়েছেন, তাঁকে প্রস্রাব পান করতে বাধ্য করা হতো। মাটিতে পড়া প্রস্রাব জিভ দিয়ে চেটে পরিষ্কার করাতেন মালকিন সীমা পাত্র।
জনৈক সরকারি কর্মীর কাছ থেকে খবর পেয়ে গত ২২ অগাস্ট রাঁচি পুলিশ ২৯ বছরের ওই যুবতীকে প্রাক্তন আমলার বাড়ি থেকে উদ্ধার করে। এরপর ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দেন ওই মহিলা। সেখানেই দিনের পর দিন অত্যাচারের কথা জানান তিনি।
অত্যাচারের নির্মম দৃশ্য ভাইরাল হয়ে যাওয়ার পরই বিষয়টি নিয়ে হইচই পড়ে যায়। ঝাড়খণ্ডের রাজ্যপাল রমেশ বৈশ পর্যন্ত পুলিশ কর্তা নীরজ সিনহার কাছে জানতে চান, কেন ওই নেত্রীর বিরুদ্ধে এখনও ব্যবস্থা নেওয়া হয়নি।
গুরুতর জখম অবস্থায় নির্যাতিতা আদিবাসী যুবতী এখন রাঁচির একটি হাসপাতালে ভর্তি রয়েছেন। তার উপর অত্যাচারের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়ার পরই হইচই পড়ে যায়।